বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy: ইউপি-কে ৬০ রানে অলআউট করেও স্বস্তি পেল না বাংলা, একাই ৫উইকেট তুলে নিয়ে মনোজদের ঘুম কাড়লেন ভুবনেশ্বর কুমার

Ranji Trophy: ইউপি-কে ৬০ রানে অলআউট করেও স্বস্তি পেল না বাংলা, একাই ৫উইকেট তুলে নিয়ে মনোজদের ঘুম কাড়লেন ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার।

ছয় বছর বাদে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলতে নেমেই আগুন জ্বালিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। বাংলার বিরুদ্ধে রঞ্জির ম্যাচে একাই ৫ উইকেট তুলে নিলেন ভুবি। যার জেরে মারাত্মক চাপে পড়ে গেলেন মনোজ তিওয়ারিরা।

উত্তরপ্রদেশকে ৬০ রানে অলআউট করেও, স্বস্তি পেল না বাংলা। পাল্টা ইউপি-র হয়ে হাতেগুনে বদলা নিলেন ভুবনেশ্বর কুমার। ভুবি একাই ৫ উইকেট তুলে নিয়ে বাংলার ব্যাটিং অর্ডারে একেবারে কাঁপুনি ধরিয়ে দিলেন। বাংলার কাউকেই তিনি পিচে থিতু হতে দেননি। যার নিট ফল, ৮২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে থাকে বাংলা।

বাংলার একমাত্র সায়ন ঘোষ কিছুটা লড়াই চালাচ্ছেন। ৮৭ বলে ৩৭ করে তিনি অপরাজিত রয়েছেন। দিনের শেষে সানের সঙ্গে অপরাজিত রয়েছেন করণ লাল। তাঁর সংগ্রহ ১৩ বলে ৮ রান। এছাড়া ওপেনর করতে নেমে সৌরভ পাল ১৩ করে সাজঘরে ফেরেন। সুদীপ ঘরামি তো ২ বল খেলে শূন্যতে এলবিডব্লিউ হন। অনুষ্টুপ মজুমদার ১৩ বলে ১২ বোল্ড হন। ১৩ বল খেলে মাত্র ৩ রান করে আউট হন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ৯ বলে ১২ রান করে এলবিডব্লিউ হন অভিষেক পোড়েল।

উত্তরপ্রদেশের ভুবনেশ্বর ১৩ ওভার বল করে ২৫ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ইউপি-কে ৬০ রানে অলআউট করে বাংলার বোলাররা যে সুবিধেটা বাংলার জন্য করে দিয়েছিলেন, সেটা কাজে লাগাতে ব্যর্থ হন মনোজরা।

শুক্রবার থেকে শুরু হওয়া বাংলা তাদের রঞ্জির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি হয়েছিল। আর বাংলার বোলারদের দাপটে উত্তরপ্রদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। এদিন পুরো ২১ ওভারও খেলতে পারেনি উত্তরপ্রদেশ।

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে ব্যর্থ নীতীশ, ভালো করলেন অন্য দুই নাইট বেঙ্কি ও শ্রেয়স, ফেল রাহানে

উত্তরপ্রদেশের তিন জন ব্যাটার কোনও মতে দুই অঙ্কের ঘরে পৌঁছলেও, অনন্তপক্ষে ১৫ রানও স্পর্শ করতে পারেননি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে তাসের ঘরের মতোই হুড়মুড় করে ভেঙে পড়ে উত্তরপ্রদেশের ব্যাটিং অর্ডার। ওপেনার করতে নেমেছিলেন আরিয়ান জুয়াল এবং সমর্থ সিং। ১১ বলে ১১ রান করে আরিয়ান জয়সওয়ালের বলে বোল্ড হন। তখন উত্তরপ্রদেশের রান মাত্র ১৫।

আরও পড়ুন: শামির ভাইয়ের দাপটে কেঁপে গেল উত্তরপ্রদেশ, মাত্র ৬০ রানে ইনিংস গুটিয়ে দিল বাংলা

এর পর প্রিয়ম গর্গ তিনে নেমে মাত্র ৪ রান করে আউট হন। তাঁকে বোল্ড করেন ইশান পোড়েল। এর পর দলের অধিনায়ক নীতীশ রানাকেও বোল্ড করেন ইশানই। ১৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন নীতীশ। ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আগেই চাপে পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশ। এর পর ২৪ রানের মধ্যে বাকি সাত উইকেট পড়ে। তার মধ্যে চার উইকেটই তুলে নেন বাংলার মহম্মদ কাইফ।

আকাশদীপ নাথ ৭ করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। সমর্থ ৪১ বলে ১৩ করে আউট হন। সমর্থই উত্তরপ্রদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তাঁকে ফেরান কাইফ। বাকিরা তো পুরো তেলের লাইন দিয়েছিলেন। এসেছেন আর সাজঘরে ফিরে গিয়েছেন। করণ শর্মা (১), সমীর রিজভি (৭), সৌরভ কুমার (২) ভুবনেশ্বর কুমার (২), অঙ্কিত রাজপুতরা (০) নিরাশ করেছেন। যশ দয়াল আবার রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন।

বাংলার হয়ে মহম্মদ শামির ভাই কাইফ ৫.৫ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। জয়সওয়াল নেন ৮ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট। ইশান ৭ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। উত্তরপ্রদেশকে মাত্র ৬০ রানে অলআউট করে বাংলাও প্রথম ইনিংসে অস্বস্তিতে।

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.