শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরাও বটে। ভারতের হয়ে গত ওডিআই বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলে ছিলেন তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে খেলা হয়নি তাঁর। পিঠের নিচের দিকে চোট থাকার ফলে খেলতে পারেননি তিনি।
দ্বিতীয় টেস্টে কেপটাউনে খেললেও তেমন কোনও পারফরম্যান্স তিনি করে উঠতে পারেননি। ভারত মাত্র দুই দিনের মধ্যেই এই টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তিনি। ফিরেই একেবারে ট্রাডিশনাল গরুর গাড়ি চেপে তিনি বেরিয়ে পড়েছেন গ্রাম পরিদর্শনে। আর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
রবীন্দ্র জাদেজা নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে তিনি তাঁর গ্রামে গরুর গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছেন। জাদেজা নিজেই সেই গাড়ি চালাচ্ছেন। গাড়িটিকে সামনের দিক থেকে টানছে দুটি গরু। একটি কালো রঙের টিশার্ট পরে রয়েছেন ভক্তদের আদরের জাড্ডু। মাথায় রয়েছে একটি কালো রঙের টুপি। গ্রামের মেঠো পথের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই গাড়ি। কখন বিরাট কোনও গাছের ছায়াতে আবার কখনো ও রোদ্দুরকে পিঠে নিয়েই এগিয়ে চলেছেন জাদেজা। আর সেই ভিডিয়ো ইন্সটাগ্রামে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
ইন্সটাগ্রামে সেই ভিডিয়োর ক্যাপশনে জাদেজা লিখেছেন, 'ভিন্টেজ রাইড'। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই নিউল্যান্ডস কেপটাউনে এক ঐতিহাসিক টেস্ট জিতেছে ভারত। সেই দলেও ছিলেন জাদেজা। যদিও সিমার সহায়ক উইকেটে তিনি বল করার আর সুযোগ পাননি। অন্যদিকে ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও শূন্য রানেই আউট হতে হয়েছে তাঁকে। যদিও কেপটাউন টেস্ট ভারত মাত্র দুই দিনেই জিতে নিয়েছে। ৭ উইকেটে এই টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। আর এই জয়ের পরেই ভারতে ফিরে এসেছে দল। তারপরেই নিজের গ্রামে ফিরে একেবারে গরুর গাড়ি চড়ে গ্রাম্য পরিবেশে ঘোরা উপভোগ করতে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।