শুভব্রত মুখার্জি: আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত একটিও আইপিএলের শিরোপা জেতেনি আরসিবি। কিন্তু তাতে তাদের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। নিজেদের ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামীতে কিন্তু আরসিবির পারফরম্যান্সের পরিসংখ্যান বেশ উজ্জ্বল।তবে এই মরশুমটা যেন খুব একটা ভালো তাদের যাচ্ছে না। ঘরের মাঠেও তাদের হারতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। যেখানে সোমবার তারা মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দলের। ম্যাচে কার্যত রানের সুনামির সাক্ষী থেকেছেন সমর্থকেরা। দুই দলের ব্যাটাররাই এদিন একেবারে মারকুটে মেজাজে ব্যাট করেছেন। তবে দিন শেষে শেষ হাসি হেসেছে হায়দরাবাদ দল। ম্যাচ হেরেও, এদিন অনন্য নজির গড়ছে আরসিবি!
আরও পড়ুন: BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দেওয়া- বেঙ্গালুরুর হাল দেখে ক্ষোভ উগরালেন ভূপতি
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাট করা দল হিসেবে সর্বোচ্চ রান করার নজির গড়েছে তারা। এখানেই শেষ নয় দলগত ভাবেও তারা এমন এক নজির গড়েছে, যা খুবই বিরল। আর কোনও ফ্র্যাঞ্চাইজির এই নজির নেই! আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাট করে সোমবারের ম্যাচে যেমন তারা সর্বোচ্চ রান করার নজির গড়েছে, তেমনই ঘটনাচক্রে সর্বনিম্ন রান করারও লজ্জার নজির রয়েছে তাদের দখলে। ২০১৭ সালের ২৩ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে তারা অল আউট হয়ে গিয়েছিল মাত্র ৪৯ রানে! ঘটনাচক্রে আইপিএলের ইতিহাসে আগে ব্যাট বা পরের ব্যাটিং ইনিংস মিলিয়েই, এটিই সর্বনিম্ন রানের ইনিংস। অর্থাৎ একদিকে যেমন নজির গড়েছে আরসিবি, তেমনই অন্যদিকে এক লজ্জার নজিরেরও কৃতিত্ব রয়েছে আরসিবির।
আরও পড়ুন: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি, IPL-এ চতুর্থ দ্রুততম, হায়দাবাদের হয়ে ইতিহাস লিখলেন হেড
এদিনের ম্যাচে চিন্নাস্বামীতে রান বন্যার সাক্ষী থেকেছেন দর্শকরা। যেখানে ম্যাচে অনায়াসে রান করেছেন ব্যাটাররা। আর অন্যদিকে একরাশ লজ্জা গ্রাস করেছে বোলারদের। হায়দরাবাদের ট্র্যাভিস হেডের অনবদ্য শতরানের দারুণ জবাব দিয়েছেন দীনেশ কার্তিক। তবে ডিকের ৮৩ রানের ইনিংসও এদিন আরসিবিকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেনি। এদিন হেড মাত্র ৪১ বলে করেছেন ১০২ রান। মূলত তাঁর ইনিংসে ভর করেই ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দরাবাদ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৬৭ রান করেন এনরিখ ক্লাসেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি দল ৭ উইকেটে ২৬২ রান করেই থেমে যায়। দীনেশ কার্তিক মাত্র ৩৫ বলে করেন ৮৩ রান। এছাড়াও এদিন বিরাট কোহলি ৪২ এবং ফ্যাফ ডু'প্লেসি ৬২ রান করেছেন। তবে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি কেউ।