আর দুদিন পরই শুরু হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ। ইতিমধ্যেই দলগঠনকে ঘিরে সবকিছু গুছিয়ে ফেলেছে সব ফ্র্যাঞ্চাইজিগুলি। এছাড়া সব দলের ক্রিকেটাররাও পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টুর্নামেন্টকে পাখির চোখ করে। মনে করা হচ্ছে আসন্ন এই টুর্নামেন্ট থেকে একটা দল বেছে নেওয়া হবে চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। সব মিলিয়ে, নিজেদের প্রমাণ করতে মরিয়া সকল ক্রিকেটাররা। তাই এখন চরম ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সকলে।
তবে আসন্ন এই টুর্নামেন্টে দেখা দিয়েছে একটি বড় সমস্যা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তারিখ এক হয়ে যাওয়ার জন্য বহু তারকা ক্রিকেটার নিজেদেরকে পিএসএল থেকে সরিয়ে নিয়েছে। সুতরাং চাপে পড়েছে অংশগ্রহণকারী সবকটি দল। পিএসএল চলাকালীন চলছে বাংলাদেশের বিপিএল। যদিও এসএ২০ শেষ হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে চলে এসেছে আইএলটি২০, যা শেষ হবে পিএসএল শুরুর দিন অর্থাৎ শনিবার ১৭ ফেব্রুয়ারি।
কিন্তু অংশগ্রহণকারী সবকটি দলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুলতান ফ্র্যাঞ্চাইজি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দেওয়া হয়নি ইংল্যান্ডের বর্তমান তারকা পেসার রিস টপলিকে। সুতরাং তাকে দেখা যাবে না এই টুর্নামেন্টে। এছাড়াও মুলতান সুলতান পাবে না দলের তরুণ বোলার আহসানউল্লাহকে। কারণ এখনও পর্যন্ত তিনি কনুইয়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেননি। অন্যদিকে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কিছু দলের তারকা ক্রিকেটাররা যোগদান করতে পারবেন না নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে। তাই তারকাদের মেলা না বসলে যে টুর্নামেন্ট জমবেনা, তা কার্যত পরিষ্কার।
ইতিমধ্যেই পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্ট উইন্ডো ঘুরে দেখেতে বলছেন। কারণ তারকা ক্রিকেটারদের পাওয়া সম্ভব হচ্ছে না অন্যান্য টুর্নামেন্টের জন্য। সেই পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকের বক্তব্য, 'এই হালে শেষ হয়েছে এসএ২০ এবং আইএলটি২০ শেষ হবে যেদিন পিএসএল শুরু হবে। তাই বড় ক্রিকেটারের পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তাছাড়া জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলা হয়, যেমন এই মুহূর্তে শ্রীলঙ্কা খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজ খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাই আমি মনে করি যত তাড়াতাড়ি হোক পিএসএল উইন্ডো পরিবর্তন করা উচিত, নাহলে টুর্নামেন্টের যেই আকর্ষণ সেটা নষ্ট হয়ে যাবে।'