অ্যাডিলেডের হাই-স্কোরিং দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ লগ্নে দেখা দেয় বড়সড় বিতর্ক। অবাক করা এক কারণ দেখিয়ে আম্পায়ার নিশ্চিত রান-আউট হওয়া সত্ত্বেও ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন ক্যারিবিয়ান তরকা আলজারি জোসেফকে।
দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে ঘটে এমন বিতর্কিত ঘটনা। ১৮.৩ ওভারে স্পেনসার জনসনের বল কভার অঞ্চলে ঠেলে দিয়েই রান নিতে দৌড়ন আলজারি জোসেফ। ফিল্ডার মিচেল মার্শ বল ধরেই তা নন-স্ট্রাইকার প্রান্তে বোলার জনসনের হাতে ছুঁড়ে দেন। জনসন তড়িঘড়ি স্টাম্প ভেঙে দেন এবং সতীর্থদের সঙ্গে একজোট হন জোসেফ রান-আউট হয়েছেন কিনা সেটা দেখার জন্য।
আম্পায়ার জেরার্ড চারিদিকে তাকিয়ে স্টাম্পের মাথায় বেল তুলে দেন। তাঁকে বলতে শোনা যায় যে, ‘আউটের আবেদন করা হয়নি’। তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি যাচাই করতেই পাঠাননি জেরার্ড। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে অজি ক্রিকেটাররা সেলিব্রেশনে মেতে ওঠেন। তবে ঠিক তখনই আম্পায়ার তাঁদের জানান যে, এক্ষেত্রে কোনও আবেদন হয়নি বলেই আউট দেওয়া সম্ভব নয়।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের রীতিমতো হতবাক দেখায়। টিম ডেভিড আম্পায়ারকে বলেন যে, তিনি আবেদন করেছিলেন। তবে আম্পায়ার তাঁর কথায় কান দেননি। ডেভিডকে রীতিমতো উত্তেজিত দেখালে ক্যাপ্টেন মিচেল মার্শ তাঁকে সরিয়ে নিয়ে যান। শেষমেশ আউট হয়েও ফের ব্যাট করার সুযোগ পেয়ে যান জোসেফ। বিতর্কিত সেই ঘটনার ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে।
অস্ট্রেলিয়ার যদিও ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি। টস হেরে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ১২টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১২০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্যাপ্টেন মিচেল মার্শ ১২ বলে ২৯ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৪২ রানে ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৭ রান তোলে। ৩৪ রানে ম্য়াচ হারে ক্যারিবিয়ান দল। ৩৬ বলে ৬৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। আন্দ্রে রাসেল ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৭ রান করেন। ম্যাচের সেরা হন ম্যাক্সওয়েল।