আসলে কি টসটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই হেরে তেমনটাই বললেন ভারতীয় দলের ক্যাপ্টেন কেএল রাহুল। তাঁর মতে এদিন টসটা জিতলে তারা ভালো করতেন। এর কারণ হিসাবে তিনি বলেন, এটি একটি কঠিন উইকেট ছিল, এবং প্রথমার্ধে উইকেটটা কিছুটা বোলারদের সাহায্য করেছিল। এছাড়াও এদিনের ম্যাচ হারের কারণ হিসাবে কেএল রাহুল বলেন, তাঁরা স্কোর বোর্ডে ৫০ থেকে ৬০ রান কম করেছিলেন। রাহুল জানিয়েছেন যদি তিনি বা সাই একটি বড় ১০০ করতে পারতেন তাহলে ম্যাচের ছবিটা অন্য হতেইপারত। এই ম্য়াচ থেকে শিক্ষা নিতে চান কেএল রাহুল। ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফেলায় বেশ হতাশ হয়েছেন রাহুল। তবে তিনি মনে করেন প্রথমে বল করতে এসে উইকেট থেকে সাহায্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের পরে কেএল রাহুল বলেছেন, ‘সম্ভবত টসটা জিতলে ভালো হত। কারণ প্রথমার্ধে উইকেটটা কিছুটা সাহায্য করেছিল। এটি একটি কঠিন উইকেট ছিল, কিন্তু সেখানে আমি এবং সাই সেট হয়ে গিয়েছিলাম। আমরা যদি সেখানে আরও কিছুটা এগিয়ে যেতে পারতাম এবং একটি বড় ১০০ করতে পারতাম তাহলে ছবিটা অন্য হত। আসলে আমরা ৫০-৬০ অতিরিক্ত রান করলে খেলাটা ঘুরে যেত। আসলে এটাই আমাদের শিখতে হবে। আমরা ২৪০ রান করতে পারলে ভালো করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিলাম এবং তারা উইকেট থেকে সাহায্য পেয়েছে।’
তবে ম্যাচ হেরে হতাশ হয় বসে থাকতে চান না কেএল রাহুল। তাঁর মতে ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবার আর পিছনের দিকে তাকিয়ে কি হবে, তাই তিনি এবার পরের ম্যাচের কথা ভাবত শুরু করেছেন। এছাড়াও দলের প্রত্যেক প্লেয়ারের উপর ভরসা রাখতে চাইছেন তিনি। নিজেদের গেম প্ল্যানের উপর আস্থা রেখে পরবর্তি পদক্ষেপ রাখতে চান কেএল রাহুল। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেছেন, ‘আমরা প্রতিটি ব্যক্তির গেম এবং প্রতিটি ব্যক্তির গেমপ্ল্যানের উপর আস্থা রাখি এবং তারা যে বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে - সেটাই আমরা তাদের বলি, ক্রিকেটে কোনও সঠিক বা ভুল নেই এবং আপনি খেলোয়াড়দের তাদের নিজস্ব গেমপ্ল্যান নিয়ে খেলতে দিন এবং তার উপর বিশ্বাস রাখুন। প্রথম ১০ ওভারে কিছুটা সাহায্য ছিল এবং আমদের ব্যাট হাতে সমস্যা হচ্ছিল। আমরা একটা প্রান্ত ধরে রাখতে পারিনি, যদি আমরা সেটা করতে পারতাম তবে আমরা তাদের উপর চাপ তৈরি করতে পারতাম। মাঠে যা ঘটেছে আমরা তা ভুলে যেতে চাই এবং পরের ম্যাচের দিকে মনোনিবেশ করার চেষ্টা করি।’
ম্যাচের কথা বললে, ভারতীয় দল এদিন প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রানে অলআউট হয়ে যায়। নিজের দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করেছেন সাই সুদর্শন। তিনি ৬২ রান করে আউট হয়েছেন। এছাড়াও অধিনায়ক কেএল রাহুল করেছেন ৫৬ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র দুই উইকেট হারিয়ে ৪২.৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। রিজা হেনড্রিক্স ৫২ রান করেন। ওপেনার টনি দে জর্জি অপরাজিত থাকেন ১১৯ রান করে। এছাড়াও রাসি ভ্যান ডার দাসেন করেন ৩৬ রান। ভারত এই ম্যাচে হারের ফলে ওডিআই সিরিজের ফল আপাতত দাঁড়াল ১-১।