Dean Elgar on SA vs IND 2nd Test 1st day: ভারতকে ১০০ বা তার বেশি লক্ষ্য দিতে পারলেই কেপ টাউন টেস্ট জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। এমনটাই আশা করেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার। বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের মত প্রকাশ করেছেন এলগার। এদিন সকালের সেশনে মাত্র ৫৫ রানে অলআউট হওয়া সত্ত্বেও, ঘরের দল, ভারত থেকে ৩৬ রানে পিছিয়ে রয়েছে। তারা দ্বিতীয় ইনিংসে ভারতকে ১০০ বা তার বেশি রানের লক্ষ্য দিতে চায়।
দিনের শেষ মাত্র ১৭ ওভার খেলে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে তোলে তিন উইকেটে ৬২ রান। তবে এর আগে ভারতের ইনিংসকে তারা১৫৩ রানে শেষ করে দিয়েছিল। ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ডিন এলগার সাংবাদিকদের বলেন, ‘আমি সারাদিনে ১০০ (বিজয়ের লক্ষ্য) রানে এগিয়ে যেতে চাইব। আমাদের বোলাররা যখন ক্লিক করেছে তখন তারা যে কোনও ব্যাটিং লাইনআপকে ভেঙ্গে ফেলতে পারে এবং এই উইকেটে এই কাজটা করা সম্ভব।’
অবসরের আগে নিজের শেষ টেস্টে এলগার ম্যাচের প্রথম ইনিংসে চার রান এবং দ্বিতীয় ইনিংসে ১২ রান করেন। এই বিষয় নিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম না যে পিচটি এমনভাবে খেলবে। যদিও, খালি চোখে এটি এতটা খারাপ দেখাচ্ছিল না। কিন্তু এটি সেই উইকেটগুলির মধ্যে একটি যেখানে আপনি যদি একটু হাল্কা দেন তবে আপনি কখনই জানেন না আগামীতে কী হতে পারে।’
এরপরে ডিন এলগার বলেন, ‘আপনাকে এখনও বলটি সঠিক জায়গায় রাখতে হবে এবং তারা (ভারত) এটিকে টিকিয়ে রেখেছিল। (প্রথম) সেশন চলার সঙ্গে সঙ্গে এই পিচটি দ্রুত হয়ে উঠল বলে মনে হচ্ছে।’ ভারত তাদের প্রথম ইনিংসে একটা সময়ে চার উইকেটে ১৫৩ রান তুলেছিল। সেখান থেকে তারা কোন রান যোগ না করেই তাদের শেষ ছয় উইকেট হারিয়েছিল। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের মধ্যে এমনটা প্রথমবারের মতো ঘটেছে। এটাই এই টেস্টকে বিশেষ করে তুলেছে যা অনন্যতা এবং অপ্রত্যাশিততা আনতে পারে বলা যায়।
ডিন এলগার বলেন, ‘পুরোনো বলটি তখনও কিছু করছে। আমরা টেস্ট ক্রিকেটের সত্যিই একটি পাগলাটে দিন উপভোগ করেছি।’ ১৯৩২ সালের পর দক্ষিণ আফ্রিকা তাদের সর্বনিম্ন স্কোর করেছিল। তবে এর পরেও তাদের মাথা নীচু হতে না দেওয়ার জন্য নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন ডিন এলগার। তিনি বলেন, ‘আমরা হয়তো হাফ-ভলিতে কয়েকটা রান দিয়েছি কিন্তু বোলাররা যে প্রচেষ্টা চালিয়েছে তার জন্য আমি তাদের দোষ দিতে পারি না।’ তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বলেন, যে কোনও ধরনের তিন অঙ্কের টার্গেটের বিরুদ্ধে শেষে ব্যাট করা সত্যিকারের চ্যালেঞ্জ হবে। ডিন এলগার বলেন, ‘উইকেট কেমন খেলেছে তা দেখার পরও আমি এখনও আমার ব্যাটিংয়ের সিদ্ধান্তকে ঠিক বলেই মনে করি।’