বাংলা নিউজ > ক্রিকেট > SA20 League: IPL-এ হয় না, SA20-তে পরপর ২ বার চ্যাম্পিয়ন হয়ে খিলখিলিয়ে হাসি মারানের, ক্রাশ খেল নেটপাড়া

SA20 League: IPL-এ হয় না, SA20-তে পরপর ২ বার চ্যাম্পিয়ন হয়ে খিলখিলিয়ে হাসি মারানের, ক্রাশ খেল নেটপাড়া

সানরাইজার্স কর্ণধার কাব্য মারান। ছবি-এক্স

আইপিএল হোক কিংবা এসএ২০, সব জায়গাতেই ভাইরাল হয়েছেন সানরাইজার্সের কর্ণধার কাব্য মারানে। এবার নিজের দল চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন তিনি।

ফের 'এসএ২০' খেতাব নিজেদের দখলে করলেন সানরাইজার্স ইস্টার্ন কেপ। এই নিয়ে পরপর দুবার খেতাব জিতলো তারা। ৮৯ রানে তারা পরাজিত করল ডারবান সুপার জায়ান্টসকে। সৌজন্যে ব্যাটারদের দাপুটে ব্যাটিং ও মার্কো জানসেনের বিধ্বংসী বোলিং। সব মিলিয়ে, একেবারে চোখের নিমেষে ডারবানকে উড়িয়ে দিয়েছে ইস্টার্ন কেপ। স্বাভাবিকভাবেই এদিন ইস্টার্ন কেপের সমর্থকদের খুশি ছিল দেখার মতো। অন্যদিকে একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়লেন ডারবান সমর্থকরা।

তবে অজস্র সমর্থকের মাঝেও এদিন সানরাইজার্স কর্ণধার কাব্য মারানের উদযাপন ছিল চোখে পড়ার মতো। ডারবনের শেষ উইকেট পড়তেই তিনি একেবারে লাফিয়ে ওঠেন গ্যালারিতে। দৃশ্যটি মুহূর্তে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপরই ক্রিকেটপ্রেমীরা অভিনন্দন জানাতে শুরু করেন তাঁকে। এছাড়াও ম্যাচ শেষে সানরাইজার্স কর্ণধার খুশি প্রকাশ করেছেন জয়কে ঘিরে।

শনিবার, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হয় কেপটাউনে। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলে ইস্টার্ন কেপ। ২০০-র বেশি রান করে তারা। নির্ধারিত ২০ ওভারে তারা তিন উইকেট হারিয়ে তোলে ২০৪ রান। জবাবে রান তাড়া করতে নেমে একেবারে দিশাহীন দেখায় ডারবনের ব্যাটিং। অল্প রানেই গুটিয়ে যায় তাদের পুরো দল এবং সহজেই ম্যাচ জিতে নেয় ইস্টার্ন কেপ। ১৭ ওভারে ১১৫ রান করে অলআউট হয়ে যায় গোটা দল।

তবে মাঠে উপস্থিত সকল দর্শকদের উদযাপনের মাঝে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল সানরাইজার্স কর্ণধার কাব্য মারানের উদযাপন। যে মুহূর্তে মার্কো জানসেন রিস টপ্লের উইকেট তুলে নিলেন, তিনি রীতিমতো লাফিয়ে উঠলেন এবং মুহূর্তেই এই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। এরপরই অভিনন্দনের বন্যা বয়ে চারিদিক থেকে।

যদিও ম্যাচ শেষে সানরাইজার্স কর্ণধার নিজের খুশি প্রকাশ করেন বক্তব্যের মাধ্যমে এবং প্রশংসা করেন দলের সকল ক্রিকেটারের। কাব্য মারান বলেন, 'আমি প্রচন্ড খুশি এই বিষয়টাতে যে আমার দল পরপর দুবার এই ট্রফি জিতলো। দলের সকলেই খুব ভালো খেলেছে। এছাড়াও গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট অব্যাহত রেখেছিল আমাদের ক্রিকেটাররা। অবশেষে তার ফল পেয়েছি আমরা সকলে। বিশ্বাসই হচ্ছেনা যে আমরা এটা করে দেখাতে পেরেছি। আমাদের বিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু আসল দিনে আমাদের ক্রিকেটাররা বাজিমাত করে দেয়। তাই খুব খুশি সকলের জন্য।'

ক্রিকেট খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.