IPL 2024 Auction- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন ক্রিকেটার। বাংলাদেশের যেই তিন ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছেন তারা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এদিকে, নাম দিলেও বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ এবং হাসান মাহমুুদ। এছাড়া এবার আইপিএল নিলামে নামই দিলেন না শাকিব আল হাসান এবং লিটন দাস।
আইপিএলের গত আসরের নিলাম থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান ও লিটন দাস। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শাকিব আল হাসান ও লিটন দাস। তবে এবারের আইপিএল নিলামে নিজেদের নামই নথিভুক্ত করেননি শাকিব আল হাসান ও লিটন দাস।
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া তিন টাইগার ক্রিকেটারের মাঝে সবচেয়ে বেশি ২ কোটি টাকার বেস প্রাইসে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিনের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা এবং শরিফুলের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাউজি টুর্নামেন্ট আইপিএলে এবার নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিজের নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় ৩৩৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।
চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪ এর নিলামের আসর। ভারতের বাইরে এবারই প্রথমবারের মতো আইপিএলের নিলাম আসর বসতে চলেছে। এবারের আইপিএলের নিলামে নাম আছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ট্র্যাভিস হেডের। তিনি সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস ক্যাটাগরিতে রয়েছেন। বাংলাদেশের মুস্তাফিজও আছেন ওই ক্যাটাগরিতে। এছাড়া ২ কোটি টাকার ভিত্তিমূল্যের তালিকায় আছেন ইংল্যান্ডের কাইল কোয়েটজে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও আফগানিস্তানের মুজিব উর রহমান।
এবারের নিলামে অংশ নেবেন ১১৬ জন 'ক্যাপড' ক্রিকেটার। অর্থাৎ দেশের হয়ে এই ক্রিকেটাররা ইতিমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। তালিকায় রয়েছেন ২১৫ জন 'আনক্যাপড' ক্রিকেটার। অর্থাৎ এই ক্রিকেটাররা এখনও পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। দুজন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আইপিএলের গভর্নিং বডির তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। অর্থাৎ ৭৭টি ফাঁকা জায়গার জন্য লড়াই হবে ৩৩৩ জন ক্রিকেটারের। এই ৭৭টি স্লটের মধ্যে আবার ৩০টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।