শুভব্রত মুখার্জি: গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সমস্যা দেখা দিয়েছিল চোখে। ফলে তার প্রভাব পড়েছিল বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়ে। তিনি শাকিব আল হাসান। বাংলাদেশের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অধিনায়ক। গত ওয়ানডে বিশ্বকাপে একমাত্র শ্রীলঙ্কা ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচেই রান পাননি তিনি। চোখের ঝাপসা দৃষ্টির কারণে তাঁর ব্যাট করতে সমস্যা হচ্ছিল। বিশ্বকাপ চলাকালীন তাঁকে দেশেও ফিরতে হয়েছিল। ভারতের চেন্নাইতেও তিনি চোখের ডাক্তার দেখিয়েছিলেন। চোখ দেখিয়েছিলেন ইংল্যান্ডেও। তবে কোনও সুরাহা পাননি। ফলে বাধ্য হয়েই এবার সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শাকিবের চোখ পরীক্ষার ফল ভারত এবং ইংল্যান্ডে দুই রকম আসার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভিসা সমস্যা মেটেনি, আবুধাবি থেকে দেশেই ফিরে যেতে হল বশিরকে, চটে লাল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
প্রসঙ্গত চলতি মরশুমে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলার কথা তাঁর । তার আগে সোমবার সিঙ্গাপুর উড়ে গিয়েছেন শাকিব। সেখানে রাফেলস আই সেন্টারে আগে থেকেই নাম লেখানো ছিল শাকিবের। সেখানকার ডাক্তাররা তাঁর চোখ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার কি ফলাফল, তা এখন ও জানা যায়নি। চোখ পর্যবেক্ষণ করার পরে কিছু পরীক্ষা করতে দিয়েছেন ডাক্তাররা। যা শাকিব ইতিমধ্যেই করিয়েছেন। সেই সব পরীক্ষার ফলাফল বুধবার আসার কথা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে আর এক বিশেষজ্ঞ ডাক্তারও দেখেছেন শাকিবকে। পরীক্ষার ফলাফল এলে ঠিক করা হবে কোন পথে এগোবে শাকিবের চিকিৎসা।
আরও পড়ুন: কোহলির বদলে শ্রেয়স? জুরেলের অভিষেক হবে? দুই পেসার নিয়ে একাদশ সাজাবে ভারত?
বিশ্বকাপের সময়ে শাকিবের চোখের এই সমস্যা প্রথম ধরা পড়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেন্ট্রাল সের্স কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি। অতিরিক্ত চাপ পড়লে ব্রেনে চোখের রেটিনার পিছনে এক ধরনের তরল জমা হচ্ছে, যা চোখের দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। শাকিবের ব্যাটিংয়ের সময়ে এই সমস্যা সব থেকে বেশি হচ্ছে। চেন্নাইতে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর পরে ঢাকা এবং বিপিএলের আগে লন্ডনেও চোখ দেখিয়েছেন শাকিব। তবে সুরাহা পাননি টাইগার তারকা। চোখের এই ধরনের সমস্যার তিনটি উপায়ে ট্রিটমেন্ট হতে পারে। এক ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে। দুই লেজার থেরাপির মধ্যে দিয়ে ওই তরল সরিয়ে। তিন চোখের মনির পিছনে ইনজেকশন প্রয়োগ করে। দরকার পড়লে অস্ত্রোপচারও হতে পারে। শাকিবের বাঁ-চোখের পাশাপাশি ডান চোখেও সমস্যা রয়েছে। সিঙ্গাপুরে কী ভাবে এগোবে শাকিবের চিকিৎসা, তা ঠিক করবে বিসিবির মেডিকেল বোর্ড।