শুভব্রত মুখার্জি- আসন্ন এসএ ২০ মরশুমের জন্য ধীরে ধীরে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে পার্ল রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। সে কথা মাথায় রেখেই তাদের নয়া কোচ হিসেবে ঘোষণা করা হল প্রাক্তন কিউয়ি তারকা শেন বন্ডের নাম। দীর্ঘদিন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন শেন বন্ড। চলতি মরশুমেই সেই দায়িত্ব ছাড়েন তিনি। আর তারপরেই এবার তাঁকে দলের হেড কোচের দায়িত্ব দিল পার্ল রয়্যালস। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জেপি ডুমিনির স্থলাভিসিক্ত হলেন শেন বন্ড। কারণ জেপি ডুমিনি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সিনিয়র ক্রিকেট দলের কোচিং স্টাফের দায়িত্ব সামলাচ্ছেন।
শেন বন্ড খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল। তবে খেলা ছাড়ার পরে তিনি ফ্রাঞ্চাইজি লিগের কোচ হিসেবেও যথেষ্ট অভিজ্ঞ। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন দীর্ঘ কয়েক বছর। তাঁর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় পার্ল রয়্যালস। পাশাপাশি নিউজিল্যান্ডের সিনিয়র জাতীয় দলের হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে শেন বন্ডের। মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন বেশ কিছু স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের তিনি তুলে এনেছেন। তাদের ক্রিকেটার হিসেবে উন্নতিতে পথ দেখিয়েছেন তিনি। মুম্বইতে লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, সচিন তেন্ডুলকরের মতন মহাতারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলেছেন টিম ম্যানেজমেন্টকে।
প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। যার মধ্যে চারটি ট্রফি জয়ের ক্ষেত্রেই দলের সঙ্গে যুক্ত ছিলেন বন্ড। উল্লেখ্য পার্ল রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হাতে। সম্প্রতি রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হওয়ার পাশাপাশি তাদের বোলিং কোচ হিসেবে ও দায়িত্ব পালন করছেন বন্ড। রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে বন্ডকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি নতুন দায়িত্ব পেয়ে বন্ড জানিয়েছেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে এটা নয়া একটা চ্যালেঞ্জ। এসএ২০'তে আমার সামনে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছে আমি জানি। তবে আমাকে যে জিনিসটা আস্থা জোগাচ্ছে তা হল আমাদের স্কোয়াড খুব শক্তিশালী। আগামী মরশুমের জন্য গড়া আমাদের এই শক্তিশালী দল আমাকে আত্মবিশ্বাসী করে তুলছে। আমাদের দলে প্রতিভার পাশাপাশি অনেক বেশি অভিজ্ঞতা ও রয়েছে। ফলে জানুয়ারি মাসে আমি দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে থাকব। পাশাপাশি আমাদের যে শিরোপা জয়ের লক্ষ্য তা নিয়ে ও আমি কাজটা করতে উদগ্রীব।’