শুভব্রত মুখার্জি: আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথ ভাবে যে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে, তা শুরু হতে আর এক মাসের কম সময় বাকি রয়েছে। পিচ ইনস্টলেশন থেকে মাঠ তৈরির কাজ চলছে জোরকদমে। এমন আবহে বেশ আশঙ্কার একটি খবর শুনিয়েছেন ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী। একটি সংবাদ মাধ্যমকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলি জানিয়েছেন, বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাদের গোয়েন্দা সূত্রে এমন সম্ভাব্য হামলার হুমকির খবর সামনে এসেছে। ফলে তারা এই বিষয়ে যে যথেষ্ট সতর্ক রয়েছেন, তা নিশ্চিত করে দেওয়া হয়েছে। বিশ্বকাপে সবার নিরাপত্তার জন্য গোয়েন্দা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো আপ্রাণ কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। এমন আবহেই বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড তথা বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের তরফেও এই বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তারা যে বিষয়টি নিয়ে অবগত এবং ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে যে তারা স্থানীয় আয়োজক এবং প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তাও তারা নিশ্চিত করে দিয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, ‘হামলার আশঙ্কার যে বিষয়টি বলা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তার সম্পূর্ণ বিষয়টি আয়োজক দেশের সিকিউরিটি যে সব এজেন্সি রয়েছে, তাদের কাঁধেই বর্তাবে। নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ক্রিকেটারদের এবং সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখে যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব, সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিটি এজেন্সির সঙ্গে আমরা কথা বলব। আমাদের কেন্দ্রীয় সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা তা অক্ষরে অক্ষরে মেনে চলব। আমাদের তরফে আমেরিকা সরকারের সঙ্গেও যোগাযোগ করে কথা বলা হবে। সমস্ত রকম পদক্ষেপ আমরা নেব। আইসিসির সঙ্গে আমাদের নিরাপত্তা বিষয়ক সমস্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে যোগাযোগ থাকবে।’
আরও পড়ুন: SRH-কে হারিয়ে CSK, LSG সহ অন্যদের সুবিধে করে দিল MI, নিজেরাও ডুবতে ডুবতে ভেসে থাকল
১ জুন থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এবারেই প্রথম টি২০ বিশ্বকাপ ২০টি দলকে নিয়ে আয়োজিত হবে। ওয়েস্ট ইন্ডিজের ৬টি এবং যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে হবে খেলা। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা,অ্যান্টিগা অ্যান্ড বারমুডা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনেডাতে হবে ম্যাচগুলি। ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ রয়েছে ৯ জুন। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটি।