মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন কিউয়ি পেসার শেন বন্ড। ২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রোহিত শর্মাদের দলে তিনি বোলিং কোচের দায়িত্ব পালন করতেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভালো পারফরম্যান্স করায় গত আইটিএল অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হেড কোচের ভূমিকাও পালন করেন তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবির ছাড়ার সিদ্ধান্ত নিলেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজিকেও এই বিষয়ে জানিয়েওছেন বন্ড। তাঁর এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, '২০১৫ সাল থেকে শেন বন্ড মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই ৯ বছরে দলকে তিনি নিজের সেরাটা দিয়েছেন। যার মধ্যে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। তাঁর এই সমকালে মুম্বই ইন্ডিয়ান্স অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে। অসাধারণ সফর ছিল এটা। তিনি গত এমআই এমিরেটস দলের প্রধান কোচের ভূমিকাও পালন করেছিলেন। আগামীর জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছা জানাই।'
সেই বিজ্ঞপ্তিতে বন্ড তিনি নিজে বলেন, 'আমি ধন্যবাদ জানাতে চাই মুম্বই ইন্ডিয়ান্সের পরিবারকে। আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি দীর্ঘদিন এই দলের সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘ ৯ বছর ধরে এটা আমার কাছে একটা পরিবারের মতো হয়ে উঠেছিল। আজ সত্যি খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, সব কিছুই শেষ থাকে। এই দলে আমার বেশ মুহূর্তের কথা মনে পড়ছে। প্রতিটি পদক্ষেপে আমরা খুব ভালো ভাবে উপভোগ করতাম। আজ সেই সব মুহূর্তের কথা মনে পড়ছে। আমি দলের প্রত্যেক সদস্যকে খুব মিস করব। আবারও আমি মুম্বই ইন্ডিয়ান্স পরিবারকে ধন্যবাদ জানাই।'
প্রসঙ্গত, ২০১৮ ইশান কিষানের সঙ্গে একটি মজার ঘটনা ঘটান বন্ড। একটি টক শোতে রোহিত বলেন, ‘মুম্বই টিম যখন এই লাউঞ্জ থেকে বেরিয়ে আসছিল, তখন ইশানের ব্যাগ থেকে একটি কল আসে, তারপরে পুলিশ সেখানে আসে। এরপর ইশান টিম ম্যানেজমেন্টকে ডেকে বিষয়টি জানান। আসলে ইশানকে নিয়ে মজা করেছিলেন দলের বোলিং কোচ ও নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার শেন বন্ড।’ রোহিত জানান, ‘আমরা যখন লাউঞ্জে বসে ছিলাম, তখন শেন ফোন বের করে নেন। বলেন ইশান ব্যাগেক মধ্যে রাখ। ইশান ব্যাগের মধ্যে রেখে দেয়। সাঙ্গে সঙ্গেই ইশানেপর ব্যাগের সাথে নিরাপত্তারক্ষীরা পৌছালো। তাকে থামিয়ে জিজ্ঞেস করা হয়, লাউঞ্জের ফোনটা কোথায় নিয়ে যাচ্ছেন। এ কথা শুনে ইশান ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে, পরে লাউঞ্জের মালিকও পুলিশকে ফোন করেন। পরে পুলিশ এলে সত্যিটা বলে দেয় বন্ড।’
শেন বন্ড মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হওয়ার পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ আইপিএলে বোলিং কোচের ভূমিকা পালন করেন। তাঁর এই ভাবে সরে যাওয়া কিছুটা হলেও প্রশ্ন চিহ্ন তুলে দিল। প্রসঙ্গত, শেন বন্ড নিউজিল্যান্ডের হয়ে ১৮টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৮৭টি উইকেট। তিনি ৮২টি ওডিআই ম্যাচ খেলে ১৪৭টি উইকেট নিয়েছেন এবং টি-টোয়েন্টিতে তিনি ২০ ম্যাচ খেলে নিয়েছেন ২৫টি উইকেট।