শুভব্রত মুখার্জি: অনূর্ধ্ব১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। সেমিফাইনাল জেতার পরে দুই দল যথেষ্ট আত্মবিশ্বাসী। আর ফাইনালের লড়াইতে শক্তিশালী অজিদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন একদা ভারতীয় সিনিয়র দলের হয়ে নিয়মিত খেলা বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। ঘটনাচক্রে ২০০৪ সালে শিখর ধাওয়ানও ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপে। সেই দলে শিখর ধাওয়ানের পাশাপাশি খেলেছিলেন অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা, আরপি সিংয়ের মতন ক্রিকেটাররা।যদিও ভারতীয় দল সেবার ফাইনালে উঠতে পারেনি।
প্রসঙ্গত ভারতীয় দল সেবার বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। সেই ঘটনার ১৯ বছর এখনও স্মৃতি তাজা রয়েছে শিখর ধাওয়ানের। সেই স্মৃতিচারণ করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন শিখর ধাওয়ান। ভারতীয় দলের এই মুহূর্তে লক্ষ্য তাদের ষষ্ঠ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতার। উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারতীয় দল মুখিয়ে রয়েছে শিরোপা জয়ের লক্ষ্যে। রবিবার ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। বেনোনিতে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
এখনও পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুবার মুখোমুখি হয়েছে। ২০১২ এবং ২০১৮ সালের ফাইনালে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়া দলকে। ফলে ফাইনালে অজিদের বিরুদ্ধে ফের একবার ফেভারিট হিসেবেই নামছে ভারতীয় দল। এই ফাইনালের আগে শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘এ ট্রিপ ডাউন মেমরি লেন (অতীতের পথে ফের একবার ফিরে দেখা)। ভারত এবং অস্ট্রেলিয়া যখন ফের একবার অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সেরা হওয়ার লড়াই চালাবে তখন অতীতের দিকে ফিরে দেখা। ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের জন্য আমার শুভেচ্ছা রয়েছে। ফাইনালের জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।’