বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup Final: এক ওভারে ৪ উইকেট, ১৬ বলে ৫ উইকেট- লঙ্কা পুড়ে খাক সিরাজের আগুনে

Asia Cup Final: এক ওভারে ৪ উইকেট, ১৬ বলে ৫ উইকেট- লঙ্কা পুড়ে খাক সিরাজের আগুনে

উইকেট নেওয়ার পর সিরাজের সেলিব্রেশন। ছবি-এএফপি (AFP)

দুর্দান্ত ফর্মে সিরাজ। এক ওভারে নিলেন ৪ উইকেট। সেই সঙ্গে লঙ্কার ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে গুড়িয়ে দিলেন তিনি।

এক ওভারে ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে কার্যত ভেঙে গুড়িয়ে দিলেন ভারতীয় দলের এই পেসার। আজ অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। কলম্বোতে এশিয়া কাপ জিততে পারলেই রেকর্ড গড়বেন রোহিত-বিরাটরা। সেই টার্গেট নিয়েই খেলতে নামে ভারত। এদিন টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা অধিনায়ক।

যদিও এদিন ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি নামে। ফলে নির্ধারিত সময়ের কিছুটা দেরি করে শুরু হয় এশিয়া কাপের ফাইনাল। আর শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় দলের বোলাররা। তার ফল হাতে নাতে পায় লঙ্কার ব্যাটাররা। প্রথম ওভারেই কুশল পেরেইরাকে ফিরিয়ে দেন বুমরাহ। যদিও কোনও খাতা খুলতে পারেননি তিনি। ভারতীয় বোলারদের দাপটে স্বাভাবিক ভাবেই চাপে ছিল শ্রীলঙ্কা। তখনও অনেকটাই ক্লাইম্যাক্স বাকি ছিল।

কারণ ম্যাচের ৪ ওভারের মাথায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। আর তিনি বল করতে আসতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সিরাজের প্রথম শিকার পাথুম নিশঙ্কা। দুর্দান্ত ক্যাচ ধরেন জাদেজা। ঝাপিয়ে ক্যাচ ধরে নেন তিনি। স্বাভাবিক ভাবেই জাদেজার সেই ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপরই শুরু হয় লঙ্কার উইকেট পতনের গতি।

ঠিক সেই ওভারেই অর্থাৎ ৩.৩ ওভারের মাথায় সাদিরা এলবিডব্লু হয়ে ফিরে যান। ঠিক পরের বলেই ফের উইকেট তুলে নেন সিরাজ। এবার তাঁর শিকার আসালঙ্কা। যদিও পরের বলে সিরাজের বলে চার মারেন ধনঞ্জয়া ডি সিলভা। শুধু তাই নয়, বল ধরতে একাই দৌড়তে থাকেন সিরাজ। যা দেখে হাসতে থাকেন বিরাট কোহলি, শুভমন গিলরা। কিন্তু ওভার তখনও শেষ হয়নি। ওভারের শেষ বলেই ফের উইকেট নেন সিরাজ। ধনঞ্জয়াকে ফিরিয়ে দেন তিনি। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ভারতীয় এই পেসার। তাঁর এই ৪ উইকেট নেওয়া ভারতীয় দলকে যে অনেকটাই এগিয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

পরপর উইকেট হারিয়ে পরিস্থিতি যা তাতে বেশ চাপেই রয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে অনেকটাই এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এখন এটাই দেখার এই ম্যাচ কত তাড়াতাড়ি শেষ করে ভারত।

ক্রিকেট খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল 'কলেজ লাইফের সন্দীপের …', বালুরঘাট হাসপাতালের সুপার মুখ খুললেন 'সহপাঠী' কে নিয়ে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.