বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup Final: হ্যাটট্রিক বলে ৪ আটকাতে দৌড় সিরাজের! হেসে গড়াগড়ি খেলেন বিরাট ও গিল- ভিডিয়ো

Asia Cup Final: হ্যাটট্রিক বলে ৪ আটকাতে দৌড় সিরাজের! হেসে গড়াগড়ি খেলেন বিরাট ও গিল- ভিডিয়ো

সিরাজের দৌড় দেখে হাসছেন বিরাট। ছবি- টুইটার

চার আটকাতে দৌড় সিরাজের। কিন্তু বাউন্ডারি আটকাতে পারেননি তিনি। তবে সিরাজের দৌড় দেখে হেসে গড়াগড়ি বিরাট, গিলের।

এশিয়া কাপের ইতিহাসে ১৭ সেপ্টেম্বর দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এদিন ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। বলা ভালো এক তরফা ভাবে ম্যাচের আধিপত্য দেখাতে থাকেন ভারতীয় বোলাররা। কারণ এদিন দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে বিপক্ষের ভিড় গুড়িয়ে দেন তিনি। আর কোনও ভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

এই ম্যাচে শুধু সিরাজ একা নন, একই সঙ্গে দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া। হার্দিক তিন উইকেট নেন। বুমরাহ নিয়েছেন ১টি উইকেট। তবে এই ম্যাচের নায়ক যদি ধরা হয় তাহলে অবশ্যই সিরাজ হবেন। কারণ ৭ ওভার বল করে তিনি নিয়েছেন ৬ উইকেট। তাও আবার মাত্র ২১ রান দিয়ে। স্বাভাবিক ভাবেই ১৭ সেপ্টেম্বর বিশ্ব ক্রিকেট সব সময় মনে রাখবে।

তবে এদিন বেশ মজার ঘটনা ঘটে ম্যাচ চলাকালীন। বল হাতে ওভারের প্রথম থেকেই উইকেট তুলে নিতে থাকেন তিনি। তবে এদিন হ্যাটট্রিকের পরিস্থিতিও তৈরি করে ফেলেন সিরাজ। সাদিরা এবং আসালঙ্কাকে পরপর দুই বলে ফিরিয়ে দেন তিনি। ফলে হ্যাটট্রিকের সুযোগ চলে আসে তাঁর কাছে। যদিও তা হয়নি। কারণ ঠিক পরের বলেই বাউন্ডারি মারেন ধনঞ্জয়া ডি সিলভা। ফলে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও তা হয়নি। কিন্তু বাউন্ডারি মারার ঠিক পরের বলেই ফিরে যান ধনঞ্জয়া।

তবে এদিন মজার ঘটনা ঘটে ধনঞ্জয়ার বাউন্ডারির পরই। কারণ দেখা যায় বাউন্ডারি বাঁচাতে বলের পিছন ছুটতে থাকেন সিরাজ। ক্রিজ থেকেই বলের পিছনে ছুটে যান তিনি। যদিও সেই বল আটকাতে পারেননি সিরাজ। বাউন্ডারি হয়ে যায়। তবে সিরাজের এমন ছুটে যাওয়া দেখে মাঠেই হেসে ফেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিলরা। কারণ বল করে বলের পিছনে ছুটে যাওয়া একেবারেই সহজ কাজ নয়। তবে এদিন ঘটনাটাকে একেবারেই অন্যভাবে নিয়েছে ভারতীয় দল। এই ঘটনায় যে বিরাটরা বেশ মজা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরাতে সেই মুহূর্ত ধরা পড়ে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

ক্রিকেট খবর

Latest News

বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.