শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচটি ২১ ফেব্রুয়ারি খেলা হয়েছিল। ডাম্বুলায় খেলা এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে পরাজিত করেছে আফগানিস্তান। এবং এই জয়ের ফলে নিজেদের সম্মান রক্ষা করতে সফল হয়েছে আফগানিস্তান। কারণ আর একটু হলেই শ্রীলঙ্কা ৩-০ তে সিরিজ জিতে ক্লিনসুইপ করত। তবে এদিন আফগানিস্তান জেতায় শ্রীলঙ্কা দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল। শেষ ম্যাচে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এইভাবে, আফগানিস্তান দল নির্ধারক ম্যাচে জিতে তাদের সম্মান রক্ষা করে ও ভক্তদের মুখে হাসি ফোটায়।
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছে আফগানিস্তান। আসলে শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলকে হারের মুখে পড়তে হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লঙ্কা বাহিনি। প্রথমে ব্যাট করে আফগানিস্তান দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান করে। হজরতউল্লাহ জাজাই ২২ বলের মোকাবেলা করে ৪৫ রান করেন।
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ৪৩ বলের মোকাবেলা করে ৭ চার ও ১ ছক্কার সাহায্যে ৭০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ইব্রাহিম জাদরান ৯ বলের মোকাবেলা করে ১০ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩১ রান করেন। ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মহম্মদ নবি।
জবাবে আফগানিস্তানের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়েছিল শ্রীলঙ্কা দল। ১৬ রান করে আউট হন কুশল মেন্ডিস। শূন্য রানে আউট হন কুশল পেরেরা। এর পরে, পাথুম নিশঙ্কা শ্রীলঙ্কা দলের ইনিংসের হাল ধরেন এবং ৩০ বলে ৬০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। এই ইনিংসে পাথুম নিশঙ্কা ৮টি চার এবং ২টি ছক্কা মেরে ছিলেন। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ বলে ১৩ রান করেন। কামিন্দু মেন্ডিস ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২০৬ রান। ফলে মাত্র ৩ রানে ম্যাচ হারে তারা। এদিনের ম্যাচের সেরা হয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। সিরিজের সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।