বাংলা নিউজ > ক্রিকেট > SL vs ZIM, 2nd T20I: শেষ ওভারে ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪রান নিল জিম্বাবোয়ে, ৪ উইকেটে রোমহর্ষক জয় সিকান্দার রাজার দলের

SL vs ZIM, 2nd T20I: শেষ ওভারে ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪রান নিল জিম্বাবোয়ে, ৪ উইকেটে রোমহর্ষক জয় সিকান্দার রাজার দলের

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিল জিম্বাবোয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবোয়ে।
  • জিম্বাবোয়ে শেষ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪ রান নেয়। যার নিটফল, শ্রীলঙ্কা হেরে যায়।
  • শেষ ওভারের থ্রিলারে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবোয়ে জয় ছিনিয়ে নিল।
  • জিততে হলে শেষ ওভার জিম্বাবোয়েকে করতে হত ২০ রান। সেখানে এক বল বাকি থাকতেই, ২৪ রান তুলে শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদেরই দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে দিল সিকান্দার রাজার টিম। একেবারে রোমহর্ষক জয়।

    শেষ ওভারে বল করতে এসেছিলেন লঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। শেষ ওভারে জিম্বাবোয়েকে আটকে রাখার দায়িত্বটা তাঁর কাঁধেই দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু ম্যাথিউজ প্রথম বলেই দিয়ে বসলেন ১১ রান। ভাবছেন তো কী ভাবে? আসলে প্রথম বলটি ছিল নো এবং সেই বলে ছক্কা মারার পরের ডেলিভারি অর্থাৎ অর্থাৎ অতিরিক্ত বলটিতে লুক জংউই ফের চার হাঁকান। এর ফলে সমীকরণ নেমে আসে ৫ বলে ৯ রানে। যে ওভারের শুরুতে পিছিয়ে ছিল জিম্বাবোয়ে, তারাই প্রথম বলের পর জয়ে জন্য ফেভারিট হয়ে যায়।

    আরও পড়ুন: এমন কোন গুণ ধোনি, কোহলি, সচিনের নেই কিন্তু তাঁর আছে, নিজের মুখেই জানালেন সৌরভ

    ম্যাথিউজের দ্বিতীয় বলটি ছিল স্লোয়ার, তাতেও ছক্কা মারেন জংউই। এর পর ওয়েস্ট ইন্ডিজের জয় ছিল সময়ের অপেক্ষা। তবে এর পরও নাটকের বাকি ছিল। পরের ২ বলে ১ রান হয়েছিল। এমন কী জংউইয়ের উইকেটও পেয়ে যেতে পারতেন ম্যাথিউজ। তবে মাহিশ থিকশানা ক্যাচ ফেলে বসে থাকেন। শেষ ২ বলে যখন দরকার ২ রান, এমন পরিস্থিতিতে ম্যাথিউজের পঞ্চম বলে ক্লাইভ মাদান্দে হাঁটু গেড়ে ডিপ মিডউইকেটের উপর দিয়ে ছক্কা মেরে জিম্বাবোয়ের জয় নিশ্চিত করেন। ৪ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে সিরিজ ১-১ ড্র করে ফেলল সিকান্দার রাজার দল। টি-টোয়েন্টিতে এই নিয়ে পঞ্চমবার দুই দল মুখোমুখি হয়েছিল। এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেল জিম্বাবোয়ে।

    আরও পড়ুন: দুরন্ত ছন্দে রয়েছেন যশস্বী আর শিবম দুবে, খুব তাড়াতাড়ি BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়তে চলেছেন দুই তারকা- রিপোর্ট

    কলম্বোয় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ রান করে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লঙ্কান ব্রিগেড। তবে চরিথ আসালঙ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ মিলেই দলের হাল ধরেছিলেন। পঞ্চম উইকেটে তাঁরা মূল্যবান ১১৮ রান যোগ করেছিল। আসালঙ্কা ৩৯ বলে ৬৯ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং তিনটি ছক্কাতে। ম্যাথিউজ আবার ৬টি চার এবং ২টি চারের হাত ধরে ৫১ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।

    এই রান তাড়া করতে নেমে ওপেনার ক্রেগ আরভিন ৫৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ছ'টি চার এবং ২টি ছক্কা। এছাড়া সাতে নেমে জংউইয়ের ১২ বলে ২৫ এবং আটে নেমে মাদান্দের ৫ বলে ১৫ রান গুরুত্বপূর্ণ হয়ে যায়। এক বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবোয়ে।

    ক্রিকেট খবর

    Latest News

    সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে রিক্রিয়েটের দৃশ্য নিয়ে মুখ খুললেন বিহান 'বিরূপাক্ষের সমস্ত কীর্তি জানত স্বাস্থ্য ভবন, তার পরেও কোনও পদক্ষেপ করেনি তারা' ‘বর্তমান অবস্থা…’, বনগাঁয় হীরক রাজার দেশে দেখানোর ভাবনা নিয়ে কী বললেন উদ্যোক্তা বিকল হচ্ছে ওলা স্কুটার, সারিয়ে দেয় না, রেগে ফায়ার ক্রেতা, আগুন ধরালেন শোরুমে প্যানিক অ্যাটাক, কখন এটির সম্মুখীন হতে পারেন? লক্ষণগুলি জেনে নিন ‘আমাদের বাড়িতে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন’ নীতীশ! বিস্ফোরক দাবি তেজস্বীর বাড়ির পাশেই খেলছিল, গোয়ায় ৪ বছরের ইউরোপীয় শিশুকে ধর্ষণ, ধৃত বিহারের যুবক কীভাবে RG Kar-র জন্য কলকাতার ৫২টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন আয়োজক ‘মমতা তোমায় ভালবাসি’, কবিতা কবীর সুমনের! উপদেশ, ‘এই বিদ্রোহে, উৎসব-পথে চ'লো না…’ ‘রেসপেক্টেড ম্যাম,’ ওদের সরিয়ে দিন,ভোররাতে মমতাকে চিঠি ডাক্তারদের, আর কী লিখলেন?

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.