শুভব্রত মুখার্জি:- সবেমাত্র ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে। এই সফরে ওয়ানডে সিরিজ জিতেছে ভারতীয় দল। ড্র হয়েছে টি-২০ এবং টেস্ট সিরিজ। বিশেষ করে টেস্ট সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আগ্রহ অনেক বেশি ছিল। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খুব খারাপভাবে হারতে হয়েছিল ভারতীয় দলকে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে মাত্র তিনদিনের মধ্যে ভারতীয় দলকে এক ইনিংস এবং ৩২ রানে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা দল।
তবে কেপটাউন টেস্টেই দুর্দান্ত কামব্যাক করেছে ভারত। সবুজ পিচে দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের পেসারদের সামলে মাত্র দেড় দিনে টেস্ট জয় সম্পন্ন করেছে ভারত। সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ হয়েছে এটা। আর এরপরেই দলের কিপার ব্যাটার কেএল রাহুল জানিয়েছেন দ্বিতীয় টেস্টে ভারত মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত হয়ে খেলতে নেমেছিল। আর সেই কারণেই জয় পেয়েছে তারা।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী কেএল রাহুল জানিয়েছেন, 'আমি মনে করি আমাদের গত ম্যাচে আমরা একশো শতাংশ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কোথাও কোনও ঘাটতি থেকে গিয়েছিল। সেই কারণেই আমরা কাঙ্ক্ষিত পারফরম্যান্স করে উঠতে পারিনি। ব্যাটিং বা বোলিংয়ের প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলব আমাদের প্রথম টেস্টে খামতি থেকে গিয়েছিল। আমরা প্রস্তুত ছিলাম ঠিক,তবে সেই অতিরিক্ত আগুন- সেই অতিরিক্ত আগ্রাসনের যেন কোথাও অভাব থেকে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকেও কৃতিত্ব দিতেই হবে। কারণ তারা আমাদেরকে ওই জায়গাতে পৌঁছাতেই দেয়নি।'
কিভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো ভারত সেই সম্বন্ধে বলতে গিয়ে রাহুল জানিয়েছেন, 'আমাদের পরিকল্পনা আগের থেকে একটু বদলায় দ্বিতীয় টেস্টে। নিজেদের ভাবনা চিন্তা বদলাই। আর তাতেই সাফল্য এসেছে আমাদের। তবে আমি এটাও বলব যে প্রথম টেস্টের জন্য আমরা প্রস্তুত ছিলাম না এটা পুরোপুরি ঠিক না। আমরা প্রস্তুত ছিলাম।তবে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা নিয়ে হয়ত আমরা তৈরি ছিলাম না। যেখানে প্রতিপক্ষ আমাদেরকে প্রচন্ড আক্রমণ করেছে কিন্তু আমরা তার জবাব সেই সময়ে ঠিক করে দিয়ে উঠতে পারিনি।'