সেঞ্চুরিয়নে বড় ব্যবধানে হারের পর কেপটাউনে দুর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই, শেষ হয়ে গেল পুরো ম্যাচ। বড় ব্যবধানে ম্যাচ পকেটে তুলল রোহিত শর্মা ও তাঁর বাহিনী। ৭ উইকেটে জিতল তারা। তবে এদিন ঘটলো একটি বিশেষ ও মন ছুঁয়ে নেওয়ার মতো মুহূর্ত। ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার চেজ মাস্টার কিং কোহলি নিজের সই করা জার্সি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী স্পিনার কেশব মহারাজকে। এই বিশেষ মুহূর্তটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রোটিয়া স্পিনার। সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করে মন ছুঁয়ে নেওয়ার মতো বেশকিছু কমেন্ট। অধিকাংশেরই দাবি যে মানবতার একটি দারুণ উদাহরণ দিয়েছেন বিরাট।
কেপটাউনে দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৬২ রান নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ২৪ ওভার চলাকালীন ১০৩ রানের মাথায় মার্কো জানসনের রূপে পরে ষষ্ঠ উইকেট পরে তাদের। এরপরই ক্রিজে আসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ। তাঁকে দেখেই তির মারার ভঙ্গি দেখান বিরাট। তবে এখানেই শেষ নয়, ম্যাচ জয়ের পর বিরাট নিজের সই করা জার্সি উপহার দেন মহারাজকে।
বিশ্বের সেরা ব্যাটারের থেকে এমন উপহার পেয়ে খুশি প্রকাশ করে মহারাজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, 'দেওয়ালে টানিয়ে রাখার জন্য এটা! ধন্যবাদ বিরাট কোহলি।' চোখের নিমিষেই ভাইরাল হয়ে যায় মহারাজের এই পোস্ট। সকলেই প্রশংসা করেন বিরাটের। সবার বক্তব্য যে মাঠের অন্দরেই নয়, মাঠের বাইরেও নায়ক বিরাট। যদিও এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার বিপক্ষ দলের ক্রিকেটারকে সই করা জার্সি উপহার দিয়েছেন কোহলি।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬টি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে লিড নেওয়ার লক্ষ্যে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫৩ রানে। ৪৬ রান করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান রাবাডা, এনগিডি ও বার্গার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৬ রানে। শতরান করেন এডেন মার্করাম। তাঁর সংগ্রহ ১০৩ বলে ১০৬। দ্বিতীয় ইনিংসে বল হাতে দাপট দেখান জসপ্রীত বুমরাহ। তিনি নেন ছটি উইকেট। জবাবে রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় 'মেন ইন ব্লু'। ম্যাচের সেরা হন মহম্মদ সিরাজ। সিরিজের সেরা হন জসপ্রীত বুমরাহ ও ডিন এলগার।