অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফরের একমাত্র টেস্টের প্রথম দিনেই কোণঠাসা দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১১ জন ব্যাটার মিলে যত রান সংগ্রহ করেন, পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি একাই করেন তার থেকে বেশি রান। পরে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি। হাফ-সেঞ্চুরি করেন অ্যানাবেল সাদারল্যান্ডও। তার আগে বল হাতে আগুন ঝরান অজি পেসার ডার্সি ব্রাউন।
পারথে টস-ভাগ্য সঙ্গ দেয় অস্ট্রেলিয়াকে। স্বাভাবিকভাবেই ওয়াকায় টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিলি। দক্ষিণ আফ্রিকা ৩১.২ ওভারে মাত্র ৭৬ রানে অল-আউট হয়ে যায়। সুন লাস ১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৬ রান করেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১০ রান করে নট-আউট থাকেন মাসাবাতা ক্লাস। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ক্যাপ্টেন লরা উলভার্ট ৪ রান করে আউট হন। ৫ রান করেন তানজিম ব্রিটস। ক্লোয়ি টাইরন ৫, নাদিন ডি'ক্লার্ক ৫, ননকুলুলেকো ম্লাবা ৬ ও আয়ান্দা লুবি ৫ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি অ্যানেক বশ, ডেলমি টাকার ও সিনালো জাফতা।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ২১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন ডার্সি ব্রাউন। ১৯ রানে ৩টি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। ৪ রানে ২টি উইকেট সংগ্রহ করেন তালিয়া ম্যাকগ্রা। উইকেট পাননি কিম গার্থ ও এলিস পেরি।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৫১ রান তোলে। তারা ৫৬ ওভার ব্যাট করে। ওপেন করতে নেমে বেথ মুনি ৭৮ রান করে সাজঘরে ফেরেন। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের থেকে মুনি একাই ২ রান বেশি করেন। ১০৯ বলের ইনিংসে তিনি ১৩টি চার মারেন।
নিশ্চিত শতরান হাতছাড়া করেন অ্যালিসা হিলি। তিনি ১২৪ বলে ৯৯ রান করে আউট হন। হিলি ১৬টি চার মারেন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৫৪ রান করে নট-আউট থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। ফোবি লিচফিল্ড ৪ ও এলিস পেরি ৩ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি তালিয়া ম্যাকগ্রা।
আপাতত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ১৭৫ রানে। দক্ষিণ আফ্রিকার মাসাবাতা ক্লাস ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাদিন ডি'ক্লার্ক ও ডেলমি টাকার।