শুভব্রত মুখার্জি: ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেই কারণেই গড়াপেটার অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত্র সেনানায়েকেকে। প্রতিভাবান এই স্পিনার বেশ কিছুদিন জেলে থাকার পরে অবশেষে জামিন পেয়েছেন। সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেটের কোর্ট। তাঁকে গ্রেফতার করেছিল স্পোর্টস কোরাপশন ইনভেস্টিগেশন ইউনিট। এবার সেই কেসেই জামিন পেয়েছেন তিনি। তবে এর জন্য তাঁকে দিতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। পাশাপাশি তিন মাসের ভ্রমণের নিষেধাজ্ঞাও রয়েছে তাঁর উপরে।
সোমবারেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আদালত সেনানায়েকের জামিন মঞ্জুর করেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া বিভাগ। আর এই কারণে তাঁকে দিতে হচ্ছে পাঁচ লক্ষ লঙ্কান রুপি জরিমানা হিসেবে। পুলিশের কাছে এখনও তার পাসপোর্ট জব্দ রয়েছে। যতদিন না পর্যন্ত আদালত নির্দেশ দেবে ততদিন জব্দ থাকবে এই পাসপোর্ট। দেশের হয়ে ২০১২-১৬ এই চার বছর চুটিয়ে খেলেছেন তিনি। খেলেছেন ২৪টি টি-২০ ম্যাচ, ৪৯টি ওয়ানডে ম্যাচ এবং একটি মাত্র টেস্ট ম্যাচ।
তাঁর বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়র লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। সেই কারণে ৬ সেপ্টেম্বর ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার। সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ২০২০ সালের লঙ্কা প্রিমিয়র লিগে (এলপিএল) দুই ক্রিকেটারকে নাকি ম্যাচ ফিক্সিং করতে প্রভাবিত করেছিলেন।
যদিও এখনও সেই অভিযোগ প্রমাণিত হয়নি। জামিন পেলেও ১২ ডিসেম্বর ২০২৩ সালে ফের তাঁকে আদালতে হাজির হতে হবে। শ্রীলঙ্কার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে ৭৮টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালে সন্দেহজনক বোলিংয়ের অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। যদি দোষী সাব্যস্ত হন সেনানায়েকে তবে তাঁকে ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। ইতিমধ্যেই সেনানায়েকের গলার স্বরেরও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে একটি টেলিফোন কথোপকথনের ভিত্তিতে।