বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: 'বাদশাহি এন্ট্রি!', টেস্ট খেলতে ধরমশালায় হেলিকপ্টারে করে এলেন রোহিত, বাকিরা আসেন আগেই

IND vs ENG: 'বাদশাহি এন্ট্রি!', টেস্ট খেলতে ধরমশালায় হেলিকপ্টারে করে এলেন রোহিত, বাকিরা আসেন আগেই

রোহিত শর্মা। ছবি-এক্স (@ImTanujSingh)

আগেই ধরমশালায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। এবার হেলিকপ্টারে করে বাদশাহি এন্ট্রি নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম টেস্টে হার। একাধিক সমালোচনার সামনা সামনি হতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় ভারত। এরপর আর পিছনে তাকাতে হয়নি রোহিত শর্মার দলকে। পরপর ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিজেদের দখলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার সিরিজের অন্তিম টেস্টে নামবে দুই দল। আগামী ৭ মার্চ পাহাড়ে ঘেরা ধরমশালায় খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। যদিও দুই দলের কাছেই এই টেস্ট নিয়মরক্ষার। কিন্তু তারপরও ইংল্যান্ড চাইবে সিরিজের শেষ টেস্ট জিততে। কারণ ধরমশালার পরিবেশ অনেকটা ইংল্যান্ডের মতো। ফলে ইংরেজদের এখানে খেলতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

চতুর্থ টেস্টের পর ছুটি কাটিয়ে একে একে ধরমশালায় ক্রিকেটাররা যোগ দিয়েছেন। বেশ হালকা মেজাজেই রয়েছেন অশ্বিন, আকাশদীপরা। যদিও ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি রোহিত। পরে তিনি সেখানে পৌঁছলেন। কারণ তিনি অনন্ত আম্বানীর প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে যান। সেই জন্য দলের সঙ্গে ধরমশালায় আসেননি তিনি। যদিও ভারত অধিনায়ক ধরমশালায় প্রবেশ করলেন একটু অন্য ভাবে। একেবারে কপ্টারে চড়ে ধরমশালায় এলেন 'হিট ম্যান'।

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, যেখানে দেখা যাচ্ছে রোহিত কপ্টার থেকে নেমে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে ছিলেন হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারাও। শুধু ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়াই নয়, তিনি হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার অনুষ্ঠানেও যোগ দেন ভারত অধিনায়ক।

প্রসঙ্গত, এই টেস্ট ভারতীয় দলের কাছে নিয়মরক্ষার হলেও রাহুল দ্রাবিড়ের শিষ্যরা মোটেই হালকা ভাবে নিচ্ছে না। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিরিখে দেখতে গেলে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। তাই টিম ইন্ডিয়ার একেবারেই হালকা ভাবে নিতে চাইছে না। শুধু তাই নয়, বিশেষ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ধরমশালায় শততম টেস্ট খেলতে নামবেন এই ভারতীয় স্পিনার। তাই এই ম্যাচ জিতে অশ্বিনের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে চাইছে টিম ইন্ডিয়া।

তবে ধরমশালার আবহাওয়া চিন্তায় রেখেছে রোহিতদের। কারণ বেশ ঠান্ডা রয়েছে। সকালে ৫ ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে। সেই সঙ্গে হাওয়াও বইছে। ফলে রোহিতদের জন্য এই আবহাওয়া চ্যালেঞ্জিং হলেও ইংল্যান্ডের কাছে এটা চেনা পরিবেশ। ফলে এই ম্যাচে স্টোকসদের বাড়তি অ্যাডভান্টেজ বলতে ধরমশালার আবহাওয়া। এখন এটাই দেখার বিষয় কোন দল শেষ টেস্ট জেতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.