বাংলা নিউজ > ক্রিকেট > CPL চ্যাম্পিয়ন হয়েও কেন দল বিক্রি? অবশেষে মুখ খুললেন জামাইকা তালাওয়াহসের মালিক

CPL চ্যাম্পিয়ন হয়েও কেন দল বিক্রি? অবশেষে মুখ খুললেন জামাইকা তালাওয়াহসের মালিক

জামাইকা তালাওয়াহস দল।

গতবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু আগামী বছর থেকে আর দেখা যাবে না জামাইকা তালাওয়াহসকে। কেন দল বিক্রি করা হচ্ছে? অবশেষে মুখ খুললেন তালাওয়াহসের মালিক।

ঠিকভাবে পরিচালনা করতে পারেনি দলকে, তাই জামাইকা তালাওয়াহসকে কিনে নিয়েছেন তারা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক মুখপাত্র। তাদের বক্তব্য, দলের মালিকের কাছে দল বেচে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। তবে অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তৎকালীন জামাইকা তালাওয়াহস মালিক ক্রিস পার্সোউড। এক সাক্ষাৎকারে বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানান যে ২০২২ সালে টুর্নামেন্ট জেতা সত্বেও সরকারের তরফ থেকে কোনও রকমের সুবিধা পাননি তিনি, তাই অবশেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পাশাপাশি তিনি আরও দাবি করেন যে খুব শীঘ্রই তিনি অ্যান্টিগোয়াতে একটি দল কিনতে চলেছেন কারণ তাদের মধ্যে রয়েছে ক্রিকেট খেলার ইচ্ছা এবং ক্রিকেটকে গুরুত্বও দেয় তারা।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় সিপিএল টুর্নামেন্ট জেতে জামাইকা তালাওয়াহস। সরকারের তরফ থেকে কোনও রকমের সুবিধা পাননি তারা। এমনকী ন্যূনতম আর্থিক সাহায্যটুকুও অবধি দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তাদের। তাই অবশেষে কোন উপায় না পেয়ে সিপিএলকে দল বেচে অ্যান্টিগুয়াতে দল কেনার সিদ্ধান্ত নিলেন তৎকালীন জামাইকা তালাওয়াহসের মালিক ক্রিস পার্সোউড, ওরফে কৃষ্ণ প্রসাদ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি।

ক্রিস বলেন, 'দেখুন আমি মনে করি একজন ফ্র্যাঞ্চাইজির নিজের দলকে নিয়ে এমন একটি পরিবেশ বা স্থানে খেলা উচিত নয় যেখানে তাদের গুরুত্ব দেওয়া হয় না। এখানে সরকার কোনও রকমের কোনও সাহায্য তো দূর, ন্যূনতম আর্থিক সাহায্যটুকু পর্যন্ত করে না। আমরা ২০২২ সালে টুর্নামেন্ট ভালোভাবে জিতি কিন্তু দিনের শেষে আমরা সরকারের পক্ষ থেকে কি পেয়েছি? কিছুই পাইনি। সুতরাং এভাবে চলার কোন মানে হয়না। এটাই আমি মনে করি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছে আরেকটি নতুন দল কেনার। আগামীদিনে আমি অ্যান্টিগুয়াতে একটি দল কেনার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি লক্ষ্য করেছি ওরা ক্রিকেটকে বেশ গুরুত্ব দেয়। এছাড়া ওরা সম্মানও করে খেলাটাকে।'

পাশাপাশি, তিনি জানান যে দলের নাম সম্পর্কে তিনি এই মুহূর্তে কিছু ভাবেননি। ক্রিস বলেন, 'আমরা ঠিক করেছি যে আমরা জনগণের পছন্দের নামটি দেব নিজেদের দলকে। তবে এই সম্পর্কে আমরা সব রকমের ভাবনা-চিন্তা করব আগামী বছর। ইতিমধ্যেই আমরা কিংবদন্তি বোলার কার্টলে অ্যামব্রোসকে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আরও বেশ কিছু তারকা ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ পদ দেব দলে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হবে অ্যান্টিগুয়া ক্রিকেটের উন্নতি।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.