শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার জাতীয় টেস্ট দলের দীর্ঘদিনের অধিনায়ক ছিলেন উইক ব্যাটার টিম পেইন। স্যান্ডপেপার গেটের কলঙ্কময় অধ্যায়ের পরবর্তীতে কঠিন পরিস্থিতিতে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। এরপরেই যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর সেই কারণেই জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল তাঁকে। এবার সেই তিনিই যুক্ত হলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ বিগ ব্যাশে। বিগ ব্যাশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপি। তাঁর সহকারী হিসেবেই যোগ দেবেন টিম পেইন। দলের সঙ্গে পেইনের যোগদানে শক্তিশালী হবে অ্যাডিলেড এমনটাই জানিয়েছেন গিলেসপি।অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে রয়েছেন টিম পেইন। পাশাপাশি বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক।
মার্চে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন পেইন। এরপরেই কোচিংয়ে মনোযোগী হয়েছেন তিনি। আগামী সপ্তাহে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেখানেও অজি দলের সহকারী কোচের দায়িত্বে থাকবেন তিনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অ্যাডাম ভোজেস। যেখানে শুধু লাল বলের সিরিজে থাকবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, পার্থ স্কচার্সের হেড কোচের দায়িত্বে থাকা ভোজেস। পেইনের সঙ্গে কাজ করতেও মুখিয়ে রয়েছেন ভোজেস।
পেইনের নিয়োগ প্রসঙ্গে অ্যাডিলেডের প্রধান কোচ গিলেসপি জানিয়েছেন, ‘ভালো কোচ হওয়ার জন্য পেইনের সমস্ত ধরনের ক্ষমতা রয়েছে। ওঁর যা অভিজ্ঞতা আমি নিশ্চিত তা আমাদের ক্রিকেটারদের সহায়তা করবে। আমরা যেভাবে খেলি তাতে দলে পেইন আরও ইতিবাচক মানসিকতা যোগ করবে বলেই আশা রাখি।' উল্লেখ্য ক্রিকেট তাসমানিয়ার এক মহিলা কর্মীকে অশ্লীল যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব হারিয়েছিলেন তিনি।