শুভব্রত মুখার্জি: U19 World Cup -এ লো-স্কোরিং থ্রিলার দেখল ক্রিকেট বিশ্ব। এই ম্যাচে ইস্ট লন্ডনে আফগানিস্তানকে হারালো নিউজিল্যান্ড। মঙ্গলবার অর্থাৎ ২৩ জানুয়ারি মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং আফগানিস্তান দল। ইস্ট লন্ডনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেই এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। লো স্কোরিং থ্রিলারে আফগানদের হারালো নিউজিল্যান্ড দল। ম্যাচে কোনও দলই ১০০ রানের গন্ডিও টপকাতে পারেনি। তবুও ম্যাচে উত্তেজনার কোন অভাব ছিল না। আর গ্রুপ -ডি'র এই শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি হেসেছে কিউয়িরা। ম্যাচে কিউয়িদের হয়ে দুরন্ত বোলিং করেছেন ম্যাট টোয়ি। মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ম্যাচে এক উইকেটের ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড দল।
ম্যাচে এদিন টসে জেতে আফগানিস্তান দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় আফগানরা। মাত্র ২১.৩ ওভারে তারা অল আউট হয়ে যায় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার জামশিদ জাদরান। মাত্র ৩২ বলে ২২ রান করেছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চারে। এছাড়া ১০ রান করে অপরাজিত থেকেছেন আরব গুল। আরব এবং জামশিদ ছাড়া আর কোনও ব্যাটার এদিন দুই অঙ্কের রান করতে পারেনি। ইনিংসে এসেছে অতিরিক্ত ২৫ রান। এদিন কিউয়িদের হয়ে দুরন্ত বোলিং করেছেন ম্যাট টোয়ি। তিনি আট ওভার বল করেছেন। দিয়েছেন মাত্র ২১ রান। নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন রায়ান সোরগ্যাস এবং ইওয়াল্ড সুইডার।
জবাবে ব্যাট করতে নেমে ২৮.২ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এক উইকেট হাতে রেখে ১৩০ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস এক জয় পায় তারা। কিউয়িদের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছেন দলের অধিনায়ক অস্কার জ্যাকসন। তিনি ৪৫ বল খেলে করেছেন ২৬ রান। মেরেছেন তিনটি চার। এছাড়া ১২ রান করেছেন লাচলান স্ট্যাকপোল। এছাড়া আর কোন কিউয়ি ব্যাটারও দুই অঙ্কের রান পাননি। ইনিংসে এসেছে ২৪টি অতিরিক্ত রান। আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন এএম গাজানফার। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন আরব গুল এবং খলিল আহমেদ। এএম গাজানফার ১০ ওভার বল করেছেন। দিয়েছেন ২৯ রান। তিনি নিয়েছেন তিনটি উইকেট। ম্যাচে আফগানদের বোলাররা দলকে লড়াইয়ে রেখেছিল। একটা সময় তো মনেও হচ্ছিল রশিদ খানের দেশ এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেবে। তবে লড়াই করেও তাদের শেষ পর্যন্ত ম্যাচে এক উইকেটে হারের সম্মুখীন হতে হল।