আগের দিনই সুপার ওভারে পরপর ৩টি ছক্কা হাঁকিয়ে মীরাট মাভেরিসকে ম্য়াচ জিতিয়েছেন রিঙ্কু সিং। শুক্রবার চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে ফের ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। যদিও এবার রিঙ্কুর তাণ্ডবকে ফিকে দেখায় সমীর রিজভির ধুমধাড়াক্কা ইনিংসের সামনে।
শুক্রবার ইউপি টি-২০ লিগের চতুর্থ ম্যাচে সম্মুখসমরে নামে মীরাট মাভেরিকস ও কানপুর সুপারস্টার্স। গ্রিনপার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মীরাট। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ঝোড়ো শতরান করেন ওপেনার স্বস্তিক চিকারা। তিনি ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং ২৪ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া শোয়েব সিদ্দিকি ২৯, মাধব কৌশিক ১২ ও দিব্যাংশ যোশি অপরাজিত ১৭ রানের যোগদান রাখেন। কানপুরের হয়ে ১টি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, আকিব খান ও প্রশান্ত চৌধরী।
জবাবে ব্যাট করতে নেমে কানপুর ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। ধ্বংসাত্মক শতরান করেন সমীর। তিনি ৬টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ১২২ রান করে আউট হন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন অংশ যাদব। তিনি ৩৯ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। মারেন ৬টি চার ও ১টি ছক্কা।
৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন আকাশদীপ নাথ। মীরাটের কুণাল যাদব, বৈভব চৌধরী ও অক্ষয় ১টি করে উইকেট পকেটে পোরেন।
শুক্রবার টুর্নামেন্টের অপর ম্যাচে নয়ডা সুপার কিংসের মুখোমুখি হয় গোরখপুর লায়ন্স। গোরখপুরকে ৪৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে নয়ডা। শুরুতে ব্যাট করে নয়ডা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। আদিত্য শর্মা ৭০, সামর্থ সিং ৪৫ ও প্রশান্ত বীর ৪০ রান করেন। নীতীশ রানা ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে আউট হন। ৩টি উইকেট নেন ধ্রুব প্রতাপ সিং।
জবাবে ব্যাট করতে নেমে গোরখপুর ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৯ রানে আটকে যায়। শিবম শর্মা ৫৭ ও যশবর্ধন সিং ৪৩ রান করেন। নীতীশ রানা ২ ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।