পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খানকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করল এমিরেটস ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ায় তার উপর অখুশি ইসিবি কর্তারা। আরব ক্রিকেট বোর্ডের থেকে সমস্ত রকম সুযোগ-সুবিধা নেওয়ার পরেও সেদেশের জার্সিতে না খেলে চুক্তির শর্তভঙ্গ করেছেন উসমান খান। এই মর্মেই তাকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করলো এমিরেটস ক্রিকেট বোর্ড। এই নির্বাসনের পরে আবুধাবি টি১০ সহ আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ইসিবি স্বীকৃত কোন প্রতিযোগিতায় খেলতে পারবেন না এই ক্রিকেটার। বিবৃতি দিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফ থেকে দাবি করা হয় চুক্তি সংক্রান্ত নিয়মভঙ্গ করেছেন উসমান।
পাকিস্তান সুপার লিগে সম্প্রতি দুরন্ত ছন্দে ছিলেন করাচি থেকে উঠে আসা এই ক্রিকেটার। এরপরই পাকিস্তান দলের নির্বাচকদের নজরে পড়েন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। এরপরই তাকে ডেকে পাঠানো হয় ক্যাম্পে। যদিও এতদিন এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি থাকলেও হঠাৎই তা ভুলে পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে অনুশীলনে যোগ দেন তিনি। ইসিবির তরফে দাবি করা হয়েছে আরব ক্রিকেট বোর্ডকে ভুল বুঝিয়ে তাদের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন উমরান। শুধু তাই নয় আরবের ক্রিকেট লিগে তিনি ঘরোয়া ক্রিকেটার হিসেবে খেলেছিলেন। অর্থাৎ সেদেশের অন্যান্য ক্রিকেটারদের মতোই সুযোগ-সুবিধা পেয়েছেন । অথচ এখন অন্য দেশের থেকে ডাক পেতেই সেখানে নাম লেখাচ্ছেন। একটা সময় পাকিস্তানের হয়ে আর খেলবেন না ধরেই নিয়েছিলেন করাচির ছেলে উসমান। সেই মতই এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রতি তার ঝোঁক দেখা গেছিল। অথচ শেষ এক মাসেই চিত্রটা বদলে যায়। মুলতান সুলতানের হয়ে ১১ টি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে শতরান করেন তিনি। এরপরই পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পে ডাকা হতেই তিনি সেই তাতে সাড়া দেন।
শাস্তির কথা জানতে পেরে উসমান বলছেন, তিনি কোন চুক্তির শর্ত ভঙ্গ করেননি। তার চুক্তি অনুযায়ী ৩০ দিনের আগাম নোটিশ দিয়ে চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল। ফলে তিনি নিয়ম মাফিক ইসিবি থেকে বেরিয়ে এসেছেন। আর তার পক্ষে পাকিস্তানের জন্য খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন কাজ ছিল। এদিকে নির্বাসনের ফলে আরবে আগামী পাঁচ বছরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না তিনি, তা এক প্রকার স্পষ্ট। আপাতত সেসব নিয়ে না ভেবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের আগামী টি-টোয়েন্টি সিরিজ নিয়েই বেশি ফোকাস করছেন উসমান। সেই সিরিজের পরই রয়েছে জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুযোগ পেলে সেখানেও নিজেকে উজাড় করে দিতে চান করাচি থেকে উঠে আসা এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭ টি২০ ম্যাচে তিনি করেছেন ১২০৭ রান। গড় ৪০ এর কাছে। স্ট্রাইক রেট ১৪৬।