বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো: ১০ বলে দুবার একইভাবে পাক ক্যাপ্টেন মাশুদকে আউট করলেন মার্শ! এরপরেই সোজা গেলেন আম্পায়ারের কাছে

ভিডিয়ো: ১০ বলে দুবার একইভাবে পাক ক্যাপ্টেন মাশুদকে আউট করলেন মার্শ! এরপরেই সোজা গেলেন আম্পায়ারের কাছে

শান মাসুদকে আউট করার পরে মিচেল মার্শের সেলিব্রেশন (ছবি-AP)

আসলে প্রথমবারের মতো নো বলের কারণে শান মাসুদ জীবনদান পেয়েছিলেন। মাত্র ১০ বলের পরেই মাসুদকে একই পদ্ধতিতে আবার নিজের শিকারে পরিণত করেছিলেন মার্শ। এবং এবার কিন্তু আম্পায়ারকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন মার্শ। তিনি আম্পায়ারকে বলেছিলেন এটি এবার নো বল নয়তো? এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Australia vs Pakistan 3rd Test: বর্তমানে সিডনিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে। এই ম্যাচ চলাকালীন, এমন একটি ঘটনা ঘটেছে যা ক্রিকেট মাঠে খুব কমই দেখা যায়। অস্ট্রেলিয়ান বোলার মিচেল মার্শ পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ১০ বলে দুবার আউট করেছেন। হ্যাঁ, বিষয়টা অসম্ভব মনে হলেও, এটাই ঘটেছে। আসলে প্রথমবারের মতো নো বলের কারণে মাসুদ জীবনদান পেয়েছিলেন, কিন্তু মাত্র ১০ বলের পরেই মাসুদকে একই পদ্ধতিতে আবার নিজের শিকারে পরিণত করেছিলেন মার্শ। এবং এবার কিন্তু আম্পায়ারকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন মার্শ। তিনি আম্পায়ারকে বলেছিলেন এটি এবার নো বল নয়তো? মিচেল মার্শের এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ঘটনাটি শুরু হয় পাকিস্তানি ইনিংসের ২৬তম ওভারে। ওভারের পঞ্চম বলটি মাসুদের ব্যাটের বাইরের প্রান্তে লাগে, সেখান থেকে বলটি দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে চলে যায়। অস্ট্রেলিয়া সবেমাত্র এই জয়ের সেলিব্রেশন শুরু করেছিল, তখনই আম্পায়ার নো বল ঘোষণা করেন। এরপপেই ক্যাঙ্গারুদের আনন্দ নষ্ট হয়ে যায়। এরপর ইনিংসের ২৮তম ওভারে আবার মার্শের সামনে আসেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। কিন্তু এবার প্রথম বলেই স্ট্রাইক পরিবর্তন করেন তিনি। এই পুরো ওভারে মার্শের মুখোমুখি হতে হয়নি মাসুদকে।

৩০তম ওভারে শান মাসুদ আবার মিচেল মার্শের সামনে আসেন। এবার অস্ট্রেলিয়ান বোলার আবার শান মাসুদকে একই ভাবে আউট করেন, যেভাবে তিনি ১০ বল আগে করেছিলেন। ৩০তম ওভারের তৃতীয় বলটি মাসুদের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে চলে যায়, এবারও স্টিভ স্মিথের হাতে যায়। এবার মাসুদকে আউট করার পর মার্শ যখন সেলিব্রেশন করছিলেন তখন অজি বোলার ঘুরে এসে আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। আসলে জানা যায় যে সেই সময়ে মার্শ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলেন যে এটা আবার নো বল হয়নি তো? ম্যাচের এই মুহূর্তের ভিডিয়োটি বেশ ভাইরাল হয়ে যায়।

ম্যাচের কথা বললে, সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান দল। প্রথম দিনের শেষে ৩০৭ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩১৩ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংসের। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন মহম্মদ রিজওয়ান। আমের জামাল ৯৭ বলে ৮২ রান করে আউট হন। এই ইনিংসে পাকিস্তানের দুই ওপেনারই শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। বাবর আজন ২৬ রান করে আউট হন। শান মাসুদ ৩৫ রান করেন। সলমন করেন ৫৩ রান। প্যাট কামিন্স ৬১ রানে পাঁচ উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক ওভারে ৬ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৬ রানে ব্যাট করছেন এবং খোয়াজা এখনও খাতা খোলেননি।

ক্রিকেট খবর

Latest News

'নির্যাতিতার মা-বাবা কষ্ট পাবেন', স্বাস্থ্যভবনের সামনে 'নাচানাচি' ঘিরে বিতর্ক অনন্ত সূত্রে বদলাবে ভাগ্য, আজ অনন্ত চতুর্দশীতে এইভাবে করুন শ্রী হরি বিষ্ণুর পুজো নিউইয়র্কের স্বামীনারায়ণ মন্দির ভাঙচুর, ‘‌জঘন্য অপরাধ’‌ বলে গর্জে উঠল দূতাবাস বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে রেললাইনে পড়লেন বিধায়ক, ভিডিয়ো ভাইরাল‌ ডাক্তার আন্দোলনের নামে অগ্নি ‘খাবার নষ্ট’ করছে অভিযোগ, ছবি দিয়ে প্রমাণ রাখল আরজে সরছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির নয়া মুখ্যমন্ত্রী বেছে নিল আম আদমি পার্টি অসুস্থ, গলায়-বুকে ব্য়াথা, বিছানায় শুয়ে অঙ্কুশ, হঠাৎ কী হয়েছে অভিনেতার? ভিডিয়ো: ছুঁড়লেন ব্যাট! সাজঘরে ফিরে মেজাজ হারিয়ে হেলমেট মাটিতে ফেললেন ইমাম উল হক রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স! আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.