American Premier League T20: অবাক করা ঘটনা ঘটেছে আমেরিকান প্রিমিয়ার লিগে। এপিএল-এর ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে উপস্থিত হলেন পুলিশ। তবে এবারে মাঠে পুলিশ আসার কারণ একেবারেই অন্য। মাঠে উপস্থিত দর্শক বা ক্রিকেটারদের নিরাপত্তার জন্য পুলিশ আসেনি। আসলে পুলিশ এসেছিল সেই ম্যাচের আম্পায়ারকে গ্রেফতার করতে। বিশ্বাস হচ্ছে না তো। তবে এটাই সত্যি। আসলে সেই ম্যাচে আম্পায়ারিং করতে নামছিলেন না আম্পায়ার, আর সেই কারণেই একজন কর্মকর্তা পুলিশকে ডেকেছিলেন। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে (ইউএসএ) একটি উদ্ভট দৃশ্যটি দেখা গিয়েছিল। আম্পায়ার যেহেতু মাঠে নামছিলেন না সেই কারণেই আম্পায়ারদের গ্রেফতার করার জন্য মাঠে শেষ পর্যন্ত পুলিশ উপস্থিত হয়েছিলেন।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের হিউস্টনে। সেখানেই আমেরিকান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। টি-টোয়েন্টি ম্যাচের আগে, আম্পায়াররা বলতে থাকেন যে তাঁরা এই ম্যাচটি অনুষ্ঠিত করবেন না। আসলে তাঁরা মাঠে নামতে অস্বীকার করেন। তাঁরা দাবি করেন যে, ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য তাদেরকে যে অর্থ প্রদান করার কথা ছিল সেটা অফিসিয়ালরা তাদেরকে দেননি। অর্থাৎ তারা তাদের প্রাপ্য অর্থ না পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
মাঠে উপস্থিত আম্পায়াররা দাবি করেন যে টুর্নামেন্ট আয়োজকরা তাদেরকে ৩০ হাজার ডলার দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তাদের সেটা দেওয়া হয়নি, আর সেই কারণেই তাঁরা ম্যাচ না খেলানোর কথা বলেছেন। এই নিয়ে মাঠের মধ্যে পুলিশের সঙ্গে আম্পায়ারদের ঝামেলা শুরু হয়। এই পুরো উদ্ভট ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায় এবং সেটি শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
আসলে এই আম্পায়ার প্যানেলে ছিলেন আমেরিকায় বসবাসকারী ICC-র আম্পায়ার বিজয় প্রকাশ মালেল্লা। তাঁর সঙ্গে জয় মিরের সমস্যা তৈরি হয়। আম্পায়ারদের দাবি ছিল যে তাদের যেই অর্থ দেওয়ার কথা ছিল সেটি তাদের দেওয়া হয়নি এবং সই কারণে তাঁরা মাঠে ম্যাচ খেলাতে চাননি। তখনই পুলিশ ডাকেন জয় মির। তারপরেই ঝামেলার সূত্রপাত হয়।
এদিকে, মার্কিন জাতীয় দল জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তার আগে এমন ঘটনায় সকলেই অবাক হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ইউএসএ স্বয়ংক্রিয়ভাবে আয়োজক হওয়ার কারণে প্রবেশ করেছে এবং প্রথমবারের মতো তাদের টুর্নামেন্টেও খেলতে দেখা যাবে। তবে তার আগে এমন ঘটনা সকলকে অবাক করে দিয়েছে।