৫০ ওভারের ম্যাচ, নাকি টি-টোয়েন্টি ক্রিকেট? নাগাল্যান্ডের বিরুদ্ধে বাংলার ইনিংস টি-টোয়েন্টিতেই পরিণত হয়েছিল। ম্যাচ জিততে তাদের পুরো ২০ ওভারও ব্যাট করতে হল না। সাক্ষম চৌধুরী, করণ লাল, আকাশ দীপদের দাপটে নাগাল্যান্ডের ব্যাটাররা রীতিমতো নাকানিচোবানি খেলেন। নাগাল্যান্ডকে মাত্র ১৩৯ রানে অলআউট করার পর, অভিমন্যু ঈশ্বরণ আর সুদীর ঘরামি মিলে হাসতে হাসতে জয়ের লক্ষ্যে বাংলাকে পৌঁছে দেন ১৮.৫ ওভারে। বৃহস্পতিবার মুম্বইয়ে বিজয় হাজারের ট্রফিতে ১৮৭ বল বাকি থাকতে ৯ উইকেটে নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেন সুদীপ ঘরামিরা।
আরও পড়ুন: বিশ্বকাপ জিততে না পারার আফসোস আঁকড়ে জীবন চলবে না- রোহিতদের উচিত পরামর্শ দিলেন কপিল
এদিন টস জিতে নাগাল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। শুরু থেকেই বাংলার বোলারদের দাপটে নাগাল্যান্ডের ব্যাটাররা বেশ নড়বড় করছিলেন। তাও ১০০ রানে যখন নাগাল্যান্ড পৌঁচ্ছেছিল, তখন ৪ উইকেট হারিয়েছিল তারা। কিন্তু এর পর মাত্র ৩৯ রানের মধ্যে বাকি ৬ উইকেট পড়ে যায়। সর্বোচ্চ রান করেন সুমিত কুমার। তিনি তিনি চারে নেমে ২টি চার, ১টি ছক্কার হাত ধরে ৬৯ বলে ৩৬ রান করেন। আর ওপেন করতে নেমে জোশুয়া ওজুকুম ২৯ রান (৫২ বলে) করেন। মারেন ৫টি চার। এর বাইরে কেউ ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেনি। আর এক ওপেনার সেদেশালি রুপেরো করেছেন ১০ রান। হোকাইতো জিমোমি করেছেন ১৪ রান। ১২ রান করেছেন আরএস জগন্নাথ সিনিবাস। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন।
আরও পড়ুন: সাদা-বলের ক্রিকেট থেকে কি এবার সরে দাঁড়াবেন রোহিত? আলোচনায় বসবে বিসিসিআই
পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি নাগাল্যান্ড। তারা ৪৭ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট হয়ে যায়। বাংলার হয়ে বল হাতে সবচেয়ে ভালো পরিসংখ্যান সাক্ষমের। তিনি ৭ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। করণ লাল ৭ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আকাশদীপ ৮ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ইশান পোড়েল, শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক।
মাত্র ১৪০ রান তাড়া করতে নেমে ২০ ওভারও ব্যাট করতে হয়নি বাংলাকে। তারা ১৮.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেন করতে নেমে শুরুটা বেশ ধামাকাদার করেছিলেন অভিষেক পোড়েল। কিন্তু তিনি বেশীক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ১৪ রান করে আউট হয়ে যান। এই ১৪ রানের ইনিংসের মধ্যেই তিনটি চার হাঁকান তিনি। অভিষেক আউট হলেও, বাংলার আর উইকেট পড়েনি। অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি মিলে বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৭টি চারের সাহায্যে ৬৩ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু। ৪৪ বলে অপরাজিত ৬২ করেন সুদীপ। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার। ১৮৭ বল বাকি থাকতে ১ উইকেটে ১৪৩ রান করে ফেলে বাংলা। নাগাল্যান্ডের জগন্নাথ সিনিবাস একমাত্র উইকেটটি নিয়েছেন। প্রথম ম্যাচে জয়ের ফলে বাংলা ৪ পয়েন্ট পেল।