চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। ৫টি গ্রুপ থেকে নক-আউটে জায়গা করে নিয়েছে ১০টি দল। ৬টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। ৪টি দল প্রি-কোয়ার্টারে লড়াই চালাবে। শেষ ষোলোর বাধা টপকে ২টি দল যোগ দেবে শেষ আটের লড়াইয়ে।
আপাতত দেখে নেওয়া যাক এবারের বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে ব্যাটে-বলে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেছেন কারা। সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন কারা, সর্বাধিক উইকেট রয়েছে কাদের ঝুলিতে, সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন কোন কোন ব্যাটসম্যান, এমনকি কারা সব থেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন, জেনে নেওয়া যাক এমনই সব ব্যক্তিগত পরিসংখ্যান।
উল্লেখ্য, চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে সব থেকে বেশি ছক্কা মারেন রাজস্থান রয়্যালস থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া দেবদূত পাডিক্কাল। সর্বাধিক উইকেট দখল করেন আরসিবি থেকে বাদ পড়া সিদ্ধার্থ কৌল।
চলতি বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি রান:-
১. আর্সলান খান (চণ্ডীগড়)- ৭টি ইনিংসে ৫০৮ রান।
২. অঙ্কিত বাউনি (মহারাষ্ট্র)- ৬টি ইনিংসে ৪৯১ রান।
৩. দেবদূত পাডিক্কাল (কর্ণাটক)- ৫টি ইনিংসে ৪৬৫ রান।
৪. শশাঙ্ক সিং (ছত্তিশগড়)- ৬টি ইনিংসে ৪৫০ রান।
৫. তন্ময় আগরওয়াল (হায়দরাবাদ)- ৭টি ইনিংসে ৪৩৯ রান।
চলতি বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি উইকেট:-
১. সিদ্ধার্থ কৌল (পঞ্জাব)- ৬টি ইনিংসে ১৯টি উইকেট।
২. দেবব্রত প্রধান (ওড়িশা)- ৭টি ইনিংসে ১৮টি উইকেট।
৩. মণিশঙ্কর মুরাসিং (ত্রিপুরা)- ৭টি ইনিংসে ১৬টি উইকেট।
৪. রাহুল চাহার (রাজস্থান)- ৫টি ইনিংসে ১৬টি উইকেট।
৫. বাসুকি কৌশিক (কর্ণাটক)- ৭টি ইনিংসে ১৬টি উইকেট।
৬. তুষার দেশপান্ডে (মুম্বই)- ৬টি ইনিংসে ১৬টি উইকেট।
৭. কার্তিকেয়া কাক (হায়দরাবাদ)- ৭টি ইনিংসে ১৬টি উইকেট।
চলতি বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি ছক্কা:-
১. দেবদূত পাডিক্কাল (কর্ণাটক)- ৫টি ইনিংসে ২৭টি ছক্কা।
২. শশাঙ্ক সিং (ছত্তিশগড়)- ৬টি ইনিংসে ২৫টি ছক্কা।
৩. নিখিল নায়েক (মহারাষ্ট্র)- ৬টি ইনিংসে ১৭টি ছক্কা।
৪. রাহুল তেওয়াটিয়া (হরিয়ানা)- ৪টি ইনিংসে ১৬টি ছক্কা।
৫. ঊর্ভিল প্যাটেল (গুজরাট)- ৩টি ইনিংসে ১৫টি ছক্কা।
চলতি বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশিবার শূন্য রানে আউট:-
১. চিন্তন গাজা (গুজরাট)- ৩টি ইনিংসে ৩ বার শূন্য।
২. সাগর উদেশি (পুদুচেরি)- ৩টি ইনিংসে ৩ বার শূন্য।
৩. গৌরব যাদব (পুদুচেরি)- ৫টি ইনিংসে ৩ বার শূন্য।
৪. রেমরুয়াতডিকা রালতে (মিজোরাম)- ৭টি ইনিংসে ৩ বার শূন্য।