বিশ্বকাপ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত। বিশাখাপত্তনামে এক 'হাই স্কোরিং' ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করে টিম ইন্ডিয়া। সূর্য, ইশান, রিঙ্কুদের দাপটে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় তারা। রবিবার তিরুবনন্তপুরমে আর কয়েক ঘণ্টা পরই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে দুই দল। তবে এই ম্যাচে ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে। রবিবাসরীয় সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানান তারা।
আজ সন্ধ্যা ৭টা নাগাদ গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একদিকে রয়েছে টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। আবার অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ম্যাথিউ ওয়েডরা। তবে আবহাওয়া রিপোর্ট বলছে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ চলাকালীন তবে স্বস্তির বিষয় এটাই যে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে না।
আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে, 'রবিবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৫ শতাংশ এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ২৫ শতাংশ। অন্যদিকে রাত্রিবেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ১১ এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ১৬ শতাংশ। তবে বৃষ্টি হলেও ভেস্তে যাবেনা ম্যাচ। ওভার হয়তো সামান্য কম করা হবে, কিন্তু দর্শকদের হতাশ হয়ে ফিরতে হবে না।' অন্যদিকে, পিচ সম্পর্কেও উঠে এসেছে কিছু তথ্য। শেষ দশটি ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৪৮ এবং বেশিরভাগ ক্ষেত্রেই জয় এসেছে রান তাড়া করে। সুতরাং পিচে বেশি রান নেই বলেই জানাচ্ছে রিপোর্ট।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারায় টিম ইন্ডিয়া। টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় সূর্যকুমার যাদব। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন উইকেটরক্ষক ব্যাটার জোশ ইংলিস। ৫০ বলে ১১০ রান করেন তিনি। এছাড়াও ৪১ বলে ৫২ রানের ইনিংস আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত দুটি উইকেট হারানোর পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইশান কিষানের একটি বড়ো পার্টনারশিপের সাহায্যে ম্যাচে ফেরে ভারত। ৪২ বল খেলে ৮০ রান করেন সূর্যকুমার যাদব এবং ৩৯ বল খেলে ৫৮ রান করেন ইশান। তবে মাঝে লাগাতার উইকেট পড়তে থাকায় ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ছয় মেরে ম্যাচ শেষ করেন রিঙ্কু সিং। তিনি অপরাজিত থাকেন ২২ রানে। ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব।