এক ম্যাচে দু'দলের ক্যাপ্টেনের মিলিত রান ৩৭৯! ছেলে অথবা মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। পোচেস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা মহিলা ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি দেখা যায়। ম্যাচে অতিমানবিক ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক জয় এনে দেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।
দুই ক্যাপ্টেনের অবিশ্বাস্য ডুয়েলে শেষ হাসি হাসেন আতাপাত্তু। তিনি শ্রীলঙ্কার হয়ে মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। ভাঙেন নিজের পুরনো রেকর্ড। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের সার্বিক ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে সাহায্য করেন শ্রীলঙ্কাকে। উল্লেখযোগ্য বিষয় হল, রান তাড়া করতে নামা দলের হয়ে সর্বকালের সেরা ইনিংস খেলেন চামারি।
পোচেস্ট্রুমে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন লরা উলভার্ট ওপেন করতে নেমে ১৪৭ বলে ১৮৪ রানের দুরন্ত ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ২৩টি চার ও ৪টি ছক্কা মারেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন উলভার্ট।
আরও পড়ুন:- IPL-এর ২০ ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান সুদর্শনের, চোখ রাখুন সেরা ৫-এ
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৩ বল বাকি থাকতে ৬ উইকেট ম্যাচ জিতে ইতিহাস গড়ে দ্বীপরাষ্ট্র। কেননা মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড।
শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ১৩৯ বলে ১৯৫ রান করে নট-আউট থাকেন। তিনি ২৬টি চার ও ৫টি ছক্কা মারেন। শ্রীলঙ্কার হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ম্যাচের উল্লেখযোগ্য ১০টি রেকর্ড:-
১. দক্ষিণ আফ্রিকার হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের (১৮৪ নট-আউট) ব্যক্তিগত ইনিংস খেলেন লরা উলভার্ট।
৪. সার্বিকভাবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নেয় উলভার্টের ১৮৪।
৩. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান (৩০১) তাড়া করে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা (৪ উইকেটে ৩০৫)।
৪. চামারি আতাপাত্তু শ্রীলঙ্কার হয়ে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের (১৯৫ নট-আউট) ব্যক্তিগত ইনিংস খেলেন।
৫. সার্বিকভাবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেয় আতাপাত্তুর ১৯৫।
৬. একই ম্যাচে দু'দলের ক্যাপ্টেনের ১৫০ রানের গণ্ডি টপকানো এই প্রথম। ছেলে অথবা মেয়েদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে এমন নজির আর নেই।
৭. দুই ক্যাপ্টেনের সম্মিলিত রান ৩৭৯। ছেলে অথবা মেয়েদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুই ক্যাপ্টেনের সম্মলিত রান ৩০০ ছাড়ায় এই প্রথমবার।
৮. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েন আতাপাত্তু (১৯৫ নট-আউট)।
৯. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে হেরে যাওয়া ম্যাচে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেন লরা উলভার্ট (১৮৪ নট-আউট)।
১০. শ্রীলঙ্কাই প্রথম দল, যারা মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ৩০০-র বেশি রান তাড়া করে ম্যাচ জেতে।