শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়ের পরে আর জয়ের দেখা পায়নি তারা। পাঁচ ম্যাচের বাকি চার ম্যাচেই হারতে হয়েছে তাদের। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দক্ষিণ আফ্রিকা একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। তার মধ্যেও বাংলাদেশের জন্য সবথেকে বড় পজিটিভ যে জিনিসটা তা হল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। এদিন দুরন্ত এক শতরান করেছেন রিয়াদ। আর এই শতরান করেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি শাকিব আল হাসানকে টপকে গড়ে ফেলেছেন এক অনন্য নজির।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আয়োজিত সমস্ত ওয়ানডে টু্র্নামেন্ট মিলিয়ে সবথেকে বেশি শতরান করা বাংলাদেশি ব্যাটার হওয়ার নজির গড়েছেন তিনি। পিছনে ফেলেছেন শাকিব আল হাসানকে। এতদিন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতন আইসিসি আয়োজিত ওয়ানডে ফর্ম্যাটের টু্র্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক শতরানের নজির ছিল শাকিব আল হাসানের। তিনি করেছিলেন ৩টি শতরান। যার মধ্যে দুটি ছিল ওয়ানডে বিশ্বকাপে। অপরটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে শাকিবকে মাত দিলেন রিয়াদ। আইসিসির ওয়ানডে ফর্ম্যাটের ইভেন্টে রিয়াদের শতরানের সংখ্যা দাঁড়াল চারটি। যার মধ্যে তিনটি শতরান তিনি করলেন ওয়ানডে বিশ্বকাপে। অপরটি তিনি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে দলের বাকি ব্যাটাররা সমস্যায় পড়লেও দুরন্ত ব্যাটিং করেন রিয়াদ। নিজের ইনিংসের প্রথম বলেই মারেন একটি চার। শেষ পর্যন্ত ১১১ বলে ১১১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি চার এবং চারটি ছয়ে। রিয়াদের শতরানে ভর করেই ২৩৩ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। না হলে প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের জয়ের লক্ষ্য মাত্রা তাড়া করতে গিয়ে অনেক আগেই অল আউট হয়ে যেতে পারত টাইগাররা। আজ প্রোটিয়াদের হয়ে খুনে মেজাজে ব্যাট করেন কুইন্টন ডি'কক। ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ঝোড়ো ৯০ রানের ইনিংস খেলেন এনরিখ ক্লাসেন। ম্যাচে ১৪৯ রানে জয় পেয়েছে প্রোটিয়া বাহিনী।