England vs Bangladesh-ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সপ্তম ম্যাচে শোচনীয় পরাজয়ের শিকার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ হারের পরে এবার শাস্তির মুখে শাকিবরা। তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইংলিশ দলের ইনিংসের সময়, শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি তাদের ওভারগুলি সময়মতো শেষ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে এবং এই কারণে তাদের স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হবে বলে জানান হয়েছে।
কেন শাস্তি হল?
ধরমশালায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের থেকে এক ওভার পিছিয়ে থাকায় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ তাদের জরিমানা ও শাস্তি দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান তাঁর ভুল স্বীকার করে সব ধারা মেনে নিয়েছেন, তাই আর কোনও পদক্ষেপের প্রয়োজন হয়নি। এটি উল্লেখযোগ্য যে ন্যূনতম ওভার রেটের অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং সাপোর্ট স্টাফের ধারা 2.22 অনুযায়ী, নির্ধারিত সময়ে কম ওভার বোলিং করার জন্য খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ম্যাচ ফি-র ৫% কেটে নেওয়া হবে। দেরিতে বোলিং করা প্রতিটি ওভারের ভিত্তিতে চার্জ করা হবে। শতাংশ জরিমানা হিসাবে দিতে হবে। মাঠের আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা একসঙ্গে অভিযোগ আরোপ করেছিলেন। এর ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে হারার পরে, এই ম্যাচের ম্যাচ ফি-র সম্পূর্ণ টাকা ঘরে নিয়ে যেতে পারবে না শাকিব আল হাসানরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে বড় পরাজয় পেল বাংলাদেশ
চলতিবিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। দলের বোলিং ও ব্যাটিং দুটো বিভাগই ফ্লপ প্রমাণিত হয়েছে। এদিনের ম্যাচে টস জিতে বাংলাদেশ প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় এবং ডেভিড মালান (১৪০) এবং জো রুটের (৮২) ইনিংসের সাহায্যে ইংলিশ দল নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪/৯ রান করে। জবাবে বাংলাদেশ দল ৪৮.২ ওভারে মাত্র ২২৭ স্কোর করতে পারে। ইংল্যান্ডের ফাস্ট বোলার রিস টপলি প্রাণঘাতী বোলিং করে চার উইকেট নিয়েছিলেন।
বাংলাদেশের পরের ম্যাচ কবে, কাদের বিরুদ্ধে
এবার ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে নামবে বাংলাদেশ দল। এটি এবারের বিশ্বকাপের ১১তম ম্যাচ। এই ম্যাচে জয় পেতে মরিয়া চেষ্টা করবে শাকিব আল হাসানরা।