শুভব্রত মুখার্জি- চলতি সপ্তাহের সোমবারেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেই ঘটে গিয়েছে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম ন্যাক্কারজনক এক ঘটনা। ওডিআই বিশ্বকাপ তো বটেই ক্রিকেটের এত বছরের ইতিহাসে যা ঘটেনি সেই ঘটনাই ঘটেছে এই ম্যাচে। প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের আউটের আপিলে অনফিল্ড আম্পায়ার সাড়া দিলে টাইমড আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ঘটনার পরিপ্রেক্ষিতে কম বিতর্ক হয়নি। প্রায় আড়াআড়ি ভাগ গিয়েছে ক্রিকেট বিশ্ব। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে শাকিব যে কাজটি করেছেন তা করা ঠিক হয়নি।
কলকাতা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘শাকিব এটা না করলেও পারত। এই কাজটা করা ঠিক হয়নি। মাঠে এমন কিছু ঘটেনি যেখান থেকে টাইমড আউটের মতন একটি আউটের প্রয়োজনীয়তা থাকতে পারে। আমি ঠিক বলতে পারব না সেই সময়ে শাকিবের মাথায় কি চলছিল। হয়তো কোন এক মুহূর্তের উত্তেজনা, উন্মাদনা থেকে ও এটা করে ফেলেছে। তবে সে দিন শাকিবের ঠিক কি হয়েছিল। ও কি ভাবনা চিন্তা করে আপিলের সিদ্ধান্ত নেয় এটা বলা খুব মুশকিল।’
শাকিব তাঁর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করে জানিয়েছিলেন, ‘আমাদের দলের একজন ফিল্ডার আমার কাছে চলে এসেছিল। সে আমাকে বলে যে এখন যদি আমি আউটের আপিল করি তাহলে বিপক্ষের ব্যাটারকে আউট ঘোষণা করার যথেষ্ট সুযোগ রয়েছে । আম্পায়াররা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি সত্যি সত্যিই আউটের আপিল করতে চাই কিনা। আমি জানি এটা আইনের মধ্যেই পড়ে। এটার কোনটা ঠিক না কোনটা ভুল আমিও জানি না। তবে আমি এটা ঠিক করেই ফেলেছিলাম যে আপিল করব।’ উল্লেখ্য ওই ম্যাচে ব্যাট হাতে শাকিব ৮২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। দলের তিন উইকেটে জয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।