বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > CWC 2023- অনেকেই বলত শর্ট বলে আমার সমস্যা রয়েছে, খুব রাগ হত- সমালোচকদের শ্রেয়স আইয়ারের জবাব

CWC 2023- অনেকেই বলত শর্ট বলে আমার সমস্যা রয়েছে, খুব রাগ হত- সমালোচকদের শ্রেয়স আইয়ারের জবাব

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পরে শ্রেয়স আইয়ারের সেলিব্রেশন (ছবি-ANI)

Shreyas Iyer's Answer To Critics- ‘বিশ্বকাপ শুরুর প্রথম দিকে আমি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারিনি। এরপর নানা কথা শুরু হয়। অনেকেই বলতে শুরু করে দেয় যে আমার নানা সমস্যা রয়েছে। এই সব কথাবার্তা শুনে আমার খুব রাগ হত। আমি জানতাম আমার সময় আসবেই। আর তখন আমি নিজেকে প্রমাণ করে ছাড়ব।’

শুভব্রত মুখার্জি- বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। হাই স্কোরিং এই ম্যাচে ভারতীয় দল ৭০ রানে জয় পেয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ ফাইনালে খেলার টিকিট। ম্যাচে দুই দল ৩০০'র উপর রান করেছিল।ম‌্যাচ জিতে চলতি ওডিআই বিশ্বকাপে ভারত ১০টি ম্যাচ খেলে ১০টিতেই জেতার নজির গড়েছে। সেমিফাইনালে ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল। শ্রেয়স চলতি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতরান করেছেন। যদিও বিশ্বকাপের প্রথম দিকে শ্রেয়স আইয়ার সেইভাবে রান করতে পারেননি। সেই কারণে তাঁকে নানা সমালোচনাও শুনতে হয়েছিল। বেশ কয়েকবার শর্ট পিচ বলে শ্রেয়স আইয়ার আউট হয়ে যাওয়ার ফলে অনেকেই বলেছিলেন শর্ট বলে সমস্যা রয়েছে তাঁর। আর এই কথাগুলো যে তাঁকে অত্যন্ত রাগিয়ে দিত সে কথা স্পষ্ট করেছেন শ্রেয়স আইয়ার।

সেমিফাইনাল ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ‘বিশ্বকাপ শুরুর প্রথম দিকে আমি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারিনি। ১-২ টো ম্যাচে খুব খারাপ পারফরম্যান্স হয়েছে। ব্যাটে রান পাইনি। এরপর আমার শুরুটা ভালো হচ্ছিল।তবে সেখান থেকে বড় রান আমি করতে পারিনি। তবে আমার পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে দেখবেন আমি আফগানিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিলাম। এরপর দুটো খারাপ ইনিংস খেলি আমি‌। এরপর নানা কথা শুরু হয়। অনেকেই বলতে শুরু করে দেয় যে আমার নানা সমস্যা রয়েছে। এই সব কথাবার্তা শুনে আমার খুব রাগ হত। আমি তা একেবারেই প্রকাশ করতাম না। তবে আমি জানতাম আমার সময় আসবেই। আর তখন আমি নিজেকে প্রমাণ করে ছাড়ব।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমার মতে সময় এখন এসেছে। আর সঠিক সময়ে আমি সঠিকভাবে পারফরম্যান্স করতে পেরেছি। সেমিফাইনালে দলের হয়ে শতরান করতে পারাটা সবসময়ে তৃপ্তিদায়ক। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’ প্রসঙ্গত গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৮২ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ৭৭ রান। তবে অল্পের জন্য ভালো খেলেও শতরান হাতছাড়া করেন তিনি। ভারতের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই আক্ষেপ মিটিয়ে বেঙ্গালুরুতে করেন শতরান। সেই ধারাবাহিকতা বজায় রেখেই প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংস খেলে মাত্র ৭০ বলে ১০৫ রান করেছেন শ্রেয়স আইয়ার।

ক্রিকেট খবর

Latest News

উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ! এ কেমন চুল কাটলেন বাদশা LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.