টি২০ বিশ্বকাপ নিয়ে এখনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবারই দল ঘোষণার শেষ দিন। ফলে সেদিনই ভারতের দল ঘোষণার সম্ভাবনা। কোন ক্রিকেটার দলে ঠাই পাবেন, বা কারা দলের সুযোগ পাবেন না এই নিয়ে চলছে বিস্তর আলাপ আলোচনা। হওয়াটাও স্বাভাবিক। আইপিএল চলছে। এটা সাধারণ মানুষের জীবনের সঙ্গে লেপ্টে রয়েছে। চায়ের দোকানে, পাড়ার আড্ডায় বা কোনও দোকানের সামনে টিভি দেখলেই দাঁড়িয়ে পড়ছে জনতা, চার ছয়ের বন্যা দেখে মজা নিচ্ছে। সামনে টি২০ বিশ্বকাপ আসছে, ফলে তার আগে ক্রিকেটারদের ব্যাটিং পারফরমেনস বেশ মনোরঞ্জনের সুযোগ দিচ্ছে মানুষকে।
জাতীয় দল শেষ ১১ বছরে একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি, বিষয়টি গলার কাঁটার বিসিসিআই এবং নির্বাচকদের কাছে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং অজিত আগরকর অবশ্যই চাইবেন যত দ্রুত সম্ভব এই কাঁটা গলা থেক বের করতে। দলে মূলত দুটি পজিশন নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। প্রথম হচ্ছে উইকেটরক্ষক পজিশন, আর দ্বিতীয় হচ্ছে ফিনিশার পজিশন। প্রথম ক্ষেত্রে দাবিদার তিন জন, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল এবং ঋষভ পন্ত। ফিনিশার পজিশনের জন্য দাবিদার রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া। এরই মধ্যে নাইট রাইডার্সের রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন দলের কর্ণধার শাহরুখ খান।
আরও পড়ুন-IPL 2024-রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন…
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান বলেছন, এবারের বিশ্বকাপের দলে রিঙ্কু সিংকে মন থেকেই দেখতে চান তিনি। দরিদ্র পরিবার থেকে রিঙ্কুকে এক সময় প্রস্তাব দেওয়া হয়েছিল সুইপারের কাজের। কিন্তু চরম আর্থিক প্রতিকূলতা হারিয়ে ক্রিকেট খেলা চালিয়ে যান রিঙ্কু, এখন তিনি নাইটদের বড় ভরসা। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১২৩ রান করলেও তাঁর যোগ্যতার ওপর ভরসা রাখছেন কিং খান। তাই তাঁকে বিশ্বকাপের দলে দেখছেন এসআরকে।
দলের এই তারকা ক্রিকেটারকে নিয়ে শাহরুখ খান বলছেন, ‘ রিঙ্কুর মতো অসাধারণ ক্রিকেটাররা দেশের জন্য খেলছে। আমি রিঙ্কুর দিকে তাকিয়ে রয়েছি। ভগবানের কাছে চাইব রিঙ্কু যাতে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পায় আরও কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে। অনেকেই দলে আসার যোগ্য। তবে আমি ব্যক্তিগতভাবে চাই রিঙ্কু যেন দলে থাকে। আমি সব সময় চাই, রিঙ্কুর মতো খেলোয়াড়রা যেন খুশি থাকে। ওদের দেখলেই মনে হয় যেন আমিও ক্রিকেটারদের জীবন কাটাচ্ছি। বিশেষ করে রিঙ্কু এবং নীতিশ রানা ভালো খেললে আমি খুব খুশি হই’।
আরও পড়ুন-IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো
ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে ১৫ টি২০ ম্যাচ খেলে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ১৭৫-এর ওপর স্ট্রাইক রেটে করেছেন ৩৫৬ রান করেছেন। ফলে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার অন্যতম দাবিদারই তিনি।