রাজধানীতে জমে উঠেছে সৌরভের দাদাগিরি। কারণ দাদাগিরি ১০ এর বেশ কয়েকটি পর্ব সম্প্রতি দিল্লিতে শ্যুট করা হচ্ছে। আর সেখানকার একটি বিশেষ পর্বে প্রবাসী জুটিরা খেলতে এসেছিলেন সৌরভের সঙ্গে। তাঁদের সঙ্গে খেলতে গিয়ে সৌরভ নিজের দাম্পত্য জীবনের বিষয়ে কোন অজানা তথ্য জানালেন? ডোনার বিষয়েই বা কী বললেন?
দাদাগিরি ১০ এ সৌরভ-ডোনার দাম্পত্যের গল্প
এদিন সায়ন ঘোষ এবং নেহা মুখোপাধ্যায় খেলতে এসেছিলেন দাদাগিরি ১০ এ। তাঁদের লাভ ম্যারেজের গল্পই এদিন তাঁরা দাদার সঙ্গে ভাগ করে নেন। সায়ন জানান তিনি তাঁর বাবার অসুস্থতার সময় যখন কলকাতায় ফেরেন তখনই একটি অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে নেহার আলাপ হয়। আর প্রথম দেখাতেই মন দিয়ে বসেন। আর এই কথা শুনেই সৌরভ বলে ওঠেন, 'আরেহ বাহ! লাভ অ্যাট ফার্স্ট সাইট তাহলে!'
আরও পড়ুন: ২৯ - এ পা শনের, রোশনাইয়ের সেটেই চলল জন্মদিনের হইহুল্লোড়, নায়ককে ভালোবেসে কেক খাওয়ালেন অনুষ্কা
আরও পড়ুন: 'মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা
এরপর সায়ন আরও জানান যে তিনি তাঁর স্ত্রীর ফ্যান। কিন্তু কেন? এই বিষয়ে ব্যাখ্যা করে তিনি জানান যে তাঁর স্ত্রী দারুণ রান্না করেন। রোজ সকালে উঠে নানা রকম খাবার বানিয়ে খাওয়ান। কোনওদিন জাপানিজ তো কোনওদিন অন্য কিছু। আর এসব নাম না জানা খাবার খেয়ে খেয়েই তিনি ফ্যান হয়ে গিয়েছেন স্ত্রীর। এটা শুনেই সৌরভ বলেন, 'হয় হয়, প্রথম প্রথম এরম হয়।'
তখনই সৌরভকে সায়ন জিজ্ঞেস করেন 'আপনিও কি ডোনা ম্যামের ফ্যান?' প্রশ্ন শুনে ঘাড় নাড়েন (না বলেন) দাদা। বলেন, 'ফ্যান ছিলাম, ফ্যান থাকতে থাকতে এখন পুরনো ফ্যান হয়ে বন্ধ হয়ে গিয়েছে।' সৌরভের কথায় হেসে ওঠেন সকলেই।
আরও পড়ুন: 'বাহ দাদাকে তো বেশ দেখতে!' প্রতিযোগীর উপহার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ! ব্যাপারটা কী?
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে দাদাগিরি শীঘ্রই শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। শুরু হয়ে গিয়েছে অডিশন। এছাড়া শনি রবিবার করে আসছে সারেগামাপা লেজেন্ডস।