ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শুরু হওয়ার আগেই একটি দুঃসংবাদ সামনে এসেছে। জানা যাচ্ছে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামির মা আঞ্জুম আরার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে উত্তরপ্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে এখনই কোনও তথ্য জানা যায়নি। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।
এই বিশ্বকাপ জিতবে একমাত্র ভারত- শামির মা
আমরোহার আলীনগরের সহসপুর গ্রামে বসবাসকারী মহম্মদ শামির মা শাবিনা বলেছিলেন যে আমরা পূর্ণ আশা করি ভারত এই বিশ্বকাপ জিতবে। তবে অসুস্থ হওয়ার খবর সামনে আসার আগে শোনা গিয়েছিল শামি নিজের মাকে ফাইনাল দেখার জন্য আমদাবাদে নিয়ে আসবেন। তবে শেষ পর্যন্ত সেটা আর হল না।
কী বলছে হাসপাতাল সূত্র-
একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। কিন্তু, ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মহম্মদ শামির পরিবার থেকে এল এক চরম দুঃসংবাদ। ফাইনালের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
কী হয়েছে তাঁর-
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে আমদাবাদে ছেলের মাঠে নামার কয়েক ঘণ্টা আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবরে বলা হয়েছে, শামির মা আঞ্জুম আরা এখন স্থিতিশীল। আইবিসি 24-এর একটি প্রতিবেদন অনুসারে, আঞ্জুম আরার রবিবার সকালে জ্বর হয়েছিল, যার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রিপোর্টে বলা হয়েছে যে তিনি বিপদের বাইরে রয়েছেন এবং ভালো করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে অংশ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আমদাবাদে রয়েছেন মহম্মদ শামি। ক্রিকেটার তার মায়ের অসুস্থতার বিষয়ে সচেতন কিনা তা স্পষ্ট নয়। টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন মহম্মদ শামি।
কী বলেছিলেন শামির মা?
ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, আঞ্জুম আরার একটি ভিডিয়ো শেয়ার হয়েছিল যেখানে তিনি মহম্মদ শামি এবং টিম ইন্ডিয়াকে ফাইনালের আগে সেরা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। আঞ্জুম আরা তার সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘আমি চাই তারা বিশ্বকাপ জিতুক এবং দেশে আনন্দ এনে দিক।’
গত ম্যাচে ইতিহাস গড়েছিলেন মহম্মদ শামি
আপনাদের জানিয়ে দেওয়া যাক যে আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল খেলা হচ্ছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। ভারত এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের নায়ক ছিলেন মহম্মদ শামি। এই ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি।