Best moments of Mahendra Singh Dhoni's life- জানেন কি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের সেরা মুহূর্ত কোনটি। এতদিন নি এ বিষয় সেভাব প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ২০ মিনিট আগের মুহূর্তকেই জীবনের সেরা মুহূর্ত হিসাবে বেছে নিয়েছেন এমএস ধোনি। এবার প্রশ্ন হল কী এমন হয়েছিলেন সেই মুহূর্তে যে ধোনি সেই সময়টিকে নিজের জীবনের সেরা মুহূর্ত হিসাবে বেছে নিয়েছেন। আসলে ২০১১ সালের ফাইনাল ম্যাচ জয়ের ২০ মিনিট আগেই সকলে বুঝতে পেরে গিয়েছিল যে ভারত চ্যাম্পিয়ন হতে চলেছে। এমন সময় গোটা ওয়াংখেড়ের জনতা ‘বন্দে মাতরম’ গাইতে শুরু করেছিল। যা শুনে সকলেই আবেগে ভেসে যান। আর ধোনি, এই মুহূর্তটা তিনি জীবনেও ভুলতে পারবেন না। এমএস ধোনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০১১ বিশ্বকাপের ফাইনাল জেতার ২০ মিনিট আগের সময়টা। তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত জিতবেই, তখন গোটা ওয়াংখেড়ে জনতা ‘বন্দে মাতরম’ গাইতে শুরু করেছিল। এটি ছিল একটি পরাবাস্তব অনুভূতি।’
হাঁটুর চোট থাকা সত্ত্বেও ২০২৩ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছিলেন দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। প্রতি ম্যাচে তাঁকে দেখার জন্য ক্রিকেট ভক্তরা ভিড় করতেন। অনেকেই ভেবেছিলেন যে গত মরশুমেই ক্রিকেটকে বিদায় জানাবেন মাহি। আইপিএলের পরই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এখন রিহ্যাব করছেন তিনি। জানা গিয়েছে সেই মহেন্দ্র সিং ধোনি আগামী মরশুমেও আইপিএল খেলবেন। মনে করা হচ্ছে চল্লিশ পার করলেও ধোনি আরও একটা বছর সিএসকের নেতা হিসেবেই খেলবেন।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি বলেছেন, তাঁর হাঁটুর অস্ত্রোপচার সফল। রিহ্যাবও করাচ্ছেন। ধীরে ধীরে চোট থেকে বেরিয়ে আসছেন তিনি। আপাতত কোনও জটিলতা নেই তাঁর। চিকিৎসক, ফিজিওরা ধোনিকে বলেছেন, নভেম্বর নাগাদ তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। আগামী বছর মার্চের শেষ দিকে শুরু হবে আইপিএল। সে সময় পুরো ফিট হয়েই খেলতে পারবেন মাহি। কিপিং করতেও সমস্যা হবে না তাঁর। যে ফিটনেস তিনি চান, তা এখন অর্জন করার চেষ্টা করছেন ধোনি। তাঁর কথায়, ‘অস্ত্রোপচারের পর হাঁটু অনেক ভালো। ডাক্তাররা বলেছেন, নভেম্বরের মধ্য়ে অনেকটাই ভালো হয়ে উঠব। তবে এখন আমার রোজকার রুটিনে কোনও সমস্যা হচ্ছে না।’
ওই অনুষ্ঠানে একজন ধোনিকে জিজ্ঞেস করেছেন, ক্রিকেট থেকে তো তিনি অবসর নিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে শুধরে দিয়ে আর একজন বলেন, না-না ধোনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শুধু। আইপিএলে এখনও খেলছেন। ধোনি তাতে সম্মতি দিয়েছেন। তাতেই সকলের মনে হয়েছে, ধোনি আরও একটা বছর আইপিএল খেলতে চান। প্রচুর সাফল্য পাওয়া সত্ত্বেও একই রকম রয়ে গিয়েছেন ধোনি। যে কারণে ভক্তরা তাঁকে পছন্দ করেন। মাহি বলেছেন, ‘কেরিয়ারের শুরু থেকে আমি কখনও চাইনি, লোকে আমাকে ভালো ক্রিকেটার হিসেবে মনে রাখুক। বরং চেয়েছিলাম, লোকে আমাকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক। যদি কেউ ভালো মানুষ হতে চায়, সেই প্রক্রিয়া মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলে।’ ১৯৮৩ সালের পরে অনেকটা সময় কেটে গিয়েছিল। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের দ্বিতীয় স্বাদ পেয়েছিল ভারত। ধোনির নেতৃত্বে এমনটা করে দেখিয়েছিল টিম ইন্ডিয়া।