England's early exit from World Cup- শেষ পর্যন্ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড দল। বাংলাদেশের পর ইংল্যান্ডই দ্বিতীয় দল যারা গ্রুপ পর্বের মাঝেই টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে। ইংল্যান্ডের এই পারফরম্যান্সের ফলে বেশ হতাশ দলের অধিনায়ক জোস বাটলার। অস্ট্রেলিয়র বিরুদ্ধে ৩৩ রানের হারের পরে বাটলার বলেছেন যে এটি একজন অধিনায়ক হিসাবে কারোর কাছেই এটি ভালো বিষয় নয়। যে কোনও অধিনায়াকের কাছেই এটি খুব খারাপ পর্যায়। জোস বাটলারও স্বীকার করেছেন যে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স দলের জন্য সুবিধাজনক ছিল না। আইসিসি বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে যাওয়ার পর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাও সুযোগ পেতে পারে ইংল্যান্ড দল। এই বিষয়টি নিয়ে তারা বিপাকে পড়েছে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ৩৬তম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে পরাজয়ের পর নিজেরে হতাশা প্রকাশ করেছলেন জোস বাটলার। এই ম্যাচের পরবর্তী অনুষ্ঠানে অধিনায়ক জোস বাটলার বলেন, ‘আমি খুবই হতাশ। ম্যাচের পর আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম। আজ উন্নতি হয়েছে। তবে ব্যাটে আরও বেশি উন্নতি করা দরকার, কিন্তু আমরা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছি। আপনি যখন ৩০ রানে হারেন তখন কোনও অভিযোগ থাকে না। একজন ক্যাপ্টেন হিসেবে আপনি এই অবস্থানে দাঁড়িয়ে আছেন এটা খুবই হতাশার। আপনি ভারতে এসেছিলেন অনেক আশা নিয়ে, আমরা নিজেদের প্রতি কোনও সুবিচার করিনি, সকলেই জানে আমরা কতটা পরিশ্রম করেছি। এই পরাজয়ের ভারটা আমাদের কাঁধে অনেক বেশি চাপ দিচ্ছে।’
ম্যাচ সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা ভালো করেছি (বল নিয়ে), তবে আমরা আরও ভালো করতে পারতাম, আমরা তাদের হতাশাজনক ছোট জুটি গড়তে দিয়েছিলাম। শিশিরের সঙ্গে, আমরা নিজেদেরকে ধরে রেখেছিলাম, কিন্তু আমরা ৩০ রান পিছিয়ে ছিলাম। খেলার জন্য সঠিক শট (নিজেকে আউট করে), এক্সিকিউশনটা ভালো ছিল না, আমি তাদের ওপর চাপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আমি যতটা ভালো খেলা দরকার ততটা খেলতে পারিনি। আমি মনে করি আমি নিজেকে এবং আমার দলকে হতাশ করেছি।’
টেবিলের নীচে থাকা ইংল্যান্ড এখন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য তাদের বাকি দুটি ম্যাচ জিততে চাইবে। বিশ্বকাপে সেরা সাত এবং স্বাগতিক পাকিস্তান এই প্রতিযোগিতায় খেলতে পাবে। ‘বাউন্স ব্যাক করার একমাত্র উপায় হল নেটে কঠোর পরিশ্রম করা এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসা।’