শুভব্রত মুখার্জি- চলতি ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বেশ কয়েকটি ম্যাচে তিনি ভারতের হয়ে গ্রুপ পর্বে নিয়মিত খেলেন। এরপর হঠাৎ করেই তিনি চোট পান এবং তাঁকে দলের বাইরে ছিটকে যেতে হয়। তাঁর জায়গায় দলে এসেছেন পেস বোলার প্রসিধ কৃষ্ণ। এমন অবস্থায় দীর্ঘ ১২ বছর বাদে ভারত আবার পৌঁছে গিয়েছে ওডিআই ফর্ম্যাটের বিশ্বকাপের ফাইনালে। এমন আবহে দলের বাইরে হঠাৎ করেই চোটের কারণে হার্দিকের দল থেকে বাদ যাওয়াটা তার কাছে মেনে নেওয়া খুব কষ্টের। তবে ফাইনালের আগে কিন্তু সতীর্থদের জন্য স্পেশাল বার্তা দিয়েছেন হার্দিক পান্ডিয়া।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন হার্দিক। যার মধ্যে দিয়ে নিজের সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন তিনি। ভিডিয়োর ওই পোস্টে লিখেছেন, ‘কাপ এবার ঘরে নিয়ে এসো তোমরা। এই দলের জন্য আমি খুব গর্বিত। প্রত্যেক ক্রিকেটারের জন্য আমি খুব খুব গর্বিত। এতদিন পর্যন্ত আমরা যা যা করেছি তা হল গত কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা আর মাত্র একটা পদক্ষেপ দূরে রয়েছি শিরোপা জয় থেকে। একটা স্পেশাল জিনিস (শিরোপা জয়) যা করার স্বপ্ন আমরা দেখেছি তা এবার বাস্তব হতে চলেছে। আমরা সকলেই যখন ছোট ছিলাম তখন থেকেই দেশের হয়ে বিশ্বকাপ জয় ছিল আমাদের এক এবং একমাত্র লক্ষ্য। তবে এই শিরোপা জয়টা শুধু আমাদের জন্য নয়। কোটি কোটি ভারতীয় সমর্থকদের স্বপ্নকে সফল করতে হবে আমাদের।’
হার্দিক আরও লেখেন, ‘আমি সবসময়ে তোমাদের সঙ্গে রয়েছি। আমার ভালোবাসা, আমার হৃদয় সবসময়ে তোমাদের সঙ্গে রয়েছে। এবার কাপটা ঘরে নিয়ে এসো। জয় হিন্দ।’ উল্লেখ্য পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ফাইনালে হওয়ার আগে এই বিশ্বকাপে ভারত দশটি ম্যাচ খেলে দশটিতেই জয় পেয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ভারত দশ বছর হয়ে গেল আর কোন আইসিসি ট্রফি জেতেনি। ফলে এবার কাপ জিততে মুখিয়ে থাকবে ভারতীয় দলও। অন্যদিকে ভারত শেষবার ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছিল ২০১১ সালে। ফলে শেষ ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ ভারত পেয়েছে আজ থেকে ১২ বছর আগে। এবার কাপ জিতে রোহিত শর্মা, কপিলদেব, মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব স্পর্শ করতে মুখিয়ে থাকবেন।