বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs NED: অন্ধ্র থেকে অকল্যান্ড ঘুরে ডাচ দলে, কুলদীপের ভিডিয়ো রিভিশন করেই কামাল তেজার

IND vs NED: অন্ধ্র থেকে অকল্যান্ড ঘুরে ডাচ দলে, কুলদীপের ভিডিয়ো রিভিশন করেই কামাল তেজার

৫০ করে তেজার উচ্ছ্বাস (ANI)

নিবিড় পরিকল্পনায় ঘাটতি নেই, অভাব আছে পরিকাঠামো ও সুযোগের, জানালেন নেদারল্যান্ডের তারকা। 

ভারতের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ১৬০ রানে হেরে গিয়েছে নেদারল্যান্ড। তবে অন্য অনেক প্রতিষ্ঠিত দল যেখানে অসহায় আত্মসমর্পণ করেছে, সেখানে বেঙ্গালুরুতে রীতিমত লড়ে হেরেছে ডাচরা। ২৫০ রান করে তারা এবং তার মধ্যে সবচেয়ে বেশি চোখ টেনেছিল ভারতীয় বংশোদ্ভূত তেজা নিদামানুরুর ইনিংস। ম্যাচের শেষে তিনি জানিয়েছেন কীভাবে শেষ অবধি কুলদীপের বোলিংয়ের বিরুদ্ধে খেলার জন্য রিভিশন করেছিলেন। ম্যাচে ৩৯ বলে ৫৪ রান করে শেষপর্যন্ত রোহিত শর্মার বলে আউট হন অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করা এই ডাচ তারকা।

কোয়ালিফিকেশনে তাঁর অনবদ্য সেঞ্চুরির জন্যই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মূলপর্বের টিকিট পেয়েছিল ডাচরা। এদিনও সেই প্রতিভার ঝলকানি দেখালেন তেজা। তবে এমনি স্লগ করে রান পাননি, রীতিমত পরিকল্পনা করেছিলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে মেরেছিলেন  বলে জানালেন একদা নিউ জিল্যান্ডে থাকা তেজা। বাসে করে স্টেডিয়ামে আসতে আসতেও কুলদীপের বলের কারিকুরি ঝালিয়ে নিয়েছিলেন তিনি। বিশেষত বাঁহাতি স্পিনারের দুসরা নিয়েই চিন্তিত ছিলেন তিনি। সেই কারণে ভালো করে হাতের কব্জির ওপর নজর রাখছিলেন তিনি। তাঁর কথায়, ম্যাচে বড় শট খেলতে তো ভালোই লাগে, কিন্তু তার আগের যে প্রস্তুতি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মাত্র ছয় বছর বয়সে মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তেজা। যদিও এখনও অন্ধ্রের ঝাল রান্না বিশেষ পছন্দ তাঁর। বিশ্বকাপ শেষ, এবার অন্ধ্রে মায়ের পরিবারের হাতে ভালো মন্দ খাওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি। যদিও বিশ্বকাপ অবধি শুধু কঠোর অনুশীলন ও শৃঙ্খলার ওপর জোর দিয়েছিলেন তিনি। তার ফলও পেয়েছেন হাতেনাতে, গিলকে অনবদ্য ক্যাচে ফেরান তিনি। অকল্যান্ডে বয়স ভিত্তিক ক্রিকেট খেলেছেন। তবে কোনওভাবেই সিনিয়র দলে সুযোগ পাচ্ছিলেন না। তখনই হঠাৎ সুযোগ আসে নেদারল্যান্ড থেকে। দুবার না ভেবেই ব্যাগ গুছিয়ে পাড়ি দেন তিনি। তবে তিনি ম্যানেজেমন্ট স্নাতকও। নেদারল্যান্ডে একসময় চাকরি করতে করতে ক্রিকেট খেলতেন। এখনও চাকরি করেন, তবে সেটা নেদারল্যান্ড বোর্ডের হয়ে। পাঁচ মাস ক্রিকেটের জন্য পৃথক বেতন পান ও প্রশাসনের বিভিন্ন কাজ সামলানোর জন্য আলাদা মাইনে পান এই ক্রিকেটার।

অ্যাসোসিয়েট ক্রিকেটে যে অর্থের অভাব সেটা নিয়ে সম্যক ওয়াকিবহাল তিনি। তবে সেটাকেই অন্তরায় হিসেবে না ধরে ধাপে ধাপে কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়েই ভাবনাচিন্তা তার। ২০২৪-র টি২০ বিশ্বকাপে যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছে নিউজিল্যান্ড। তেজার ক্রিকেট টি২০ ঘরানার সঙ্গে ভালো ভাবেই মেলে, তাই সেটা নিয়ে উত্তেজিত তিনি। কোথায় তাঁদের উন্নতি করতে হবে, সেটা নিয়েও স্পষ্ট কথা বললেন তেজা।

তাঁর কথায়, ভারতের স্কিল লেভেল অনেকটা উন্নত। তাই পরিকল্পনা ঠিকঠাক থাকলেও ভারতের সঙ্গে এঁটে উঠতে পারেননি তাঁরা। কীভাবে সিঙ্গল নিতে হবে, মিডল ওভারে চার ছক্কা মারতে হবে সেটা ভারতের থেকে শিক্ষা নিতে হবে বলে তাঁর অকপট স্বীকারোক্তি। নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৪০০ রানের পাহাড়ে বড় অবদান ছিল শ্রেয়স আইয়ারের। তাঁর ইনিংসের তারিফ করে তেজা বলেন যে দুই দলের মধ্যে তফাতটা শ্রেয়সের ইনিংসই বুঝিয়ে দিল। তাঁরা যে শিক্ষানবীস, সেটাও স্বীকার করতে তাঁর বাধেনি। বিশ্বকাপের পর ময়নাতদন্তে ঠিক ভুল কী কী হয়েছে, সেটা বিশদে আলোচনা করবে দল বলেও তিনি জানান। বিশেষত মিডল ওভারেই তাদের হাত থেকে ম্যাচের রাশ বেরিয়ে যাচ্ছে বলে এই ডাচ তারকার অভিমত। অন্যদলগুলি যেখানে তেমন কোনও ঝুঁকি না নিয়েই ছয় রান রেট রাখতে পারছে, সেখানে মাঝের ওভারগুলিতে ডাচদল পাঁচ-ছটি উইকেট হারাচ্ছে বলে তাঁর আত্ম উপলব্ধি। এবারের বিশ্বকাপে দশটি দলের মধ্যে দশম হয়েছে ডাচরা। তবে দুটি ম্যাচ জয় বিশেষত প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের দাপট নিশ্চিত ভাবেই ভবিষ্যতের জন্য ভালো ইঙ্গিত, সেই আশাতেই বুক বাঁধছেন তেজারা।

 

 

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

সন্দেশখালিতে এল! হাসনাবাদ বিস্ফোরণে এনএসজি, সিবিআই নেই কেন? প্রশ্ন তৃণমূলের IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের হাতে বড় বড় নখ, হাইজিন বজায় রাখতে গান গাইতে গাইতেই ভরা মঞ্চে নখ কাটলেন অরিজিৎ! ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের জোড়া গোল করে দলকে জেতালেন, রেকর্ডও গড়লেন লিওনেল মেসি লন্ডনে চাকুরিরতা, তবুও বাবাকে কোনও উপহার দেন না সানা! দুঃখ করে সৌরভ কী বললেন? আসানসোলে বিরোধীদের অভিনেতা বলে কটাক্ষ মিঠুনের, জবাব দিলেন বাবুল সুপ্রিয় ব্যাঙ্কে খরচ, বিশেষ FD- ১ মে থেকে কী কী নিয়ম পালটাচ্ছে? প্রভাব পড়বে আপনার পকেটে আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ২৯ এপ্রিলের রাশিফল রেণুকা সিংয়ের দুরন্ত বোলিং, বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

Latest IPL News

IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ টিম ডেভিডের শট লাগল দর্শকের মুখে, এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিল ক্যাপিটালসরা DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.