চোকার্স তকমা এবারও ঘুচল না দক্ষিণ আফ্রিকা দলের মাথা থেকে। খেতাবের কাছে পৌঁছেও হারের মুখ দেখল প্রোটিয়ারা। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আর সেই টানটান উত্তেজনার ম্যাচে অজিদের কাছে ৩ উইকেটে হারতে হয় তেম্বা বাভুমাদের। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল তারা। প্রোটিয়াদের হারিয়ে ফের একবার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল অজিরা।
২০০৩ সালের পর ফের ভারত এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই হাইভোল্টেজ ফাইনাল নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই দক্ষিণ আফ্রিকা দলের কোচ রব ওয়াল্টারের। অজিদের বিরুদ্ধে হেরে যেমন হতাশ, তেমনই কিছুটা হলেও রেগেই রয়েছেন তিনি। সামনে এসেই খেতাব হাতছাড়া হওয়ার আক্ষেপ কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ওয়াল্টার। ম্যাচ শেষ সাংবাদিকদের বলে যান ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল নিয়ে তাঁর কোনও আগ্রহই নেই।
অজিদের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে গিয়ে প্রোটিয়ে দলের কোচ রব ওয়াল্টার বলেন, 'দেখুন সত্যি বলতে বিশ্বকাপ ফাইনাল নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখার সম্ভাবনা ১ শতাংশ। কে বিশ্বকাপ জিতল, তাতে আমার আর কিছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় হোম টিম এবারের খেতাব জয়ের জন্য় এগিয়ে থাকবে। কারণ গত ৮ সপ্তাহ ধরে আমরা দেখেছি ভারত কীভাবে সমর্থন পেয়েছে। তারা এই টুর্নামেন্টের সেরা দল। প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করছে। ফলে বিশ্বকাপ ভারত জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না।'
তেম্বা বাভুমাদের হেডস্যার আরও বলেন, 'আপনি যদি গত আট সপ্তাহে আমরা যে ক্রিকেট খেলেছি তা সত্যি খুব ভালো। আমাদের অভিজ্ঞতাও খুব ভালো ছিল। ক্রিকেটারদের যত বেশি এই ধরনের অভিজ্ঞতা হবে তারা তাদের ক্রিকেট নিয়ে তত বেশি উত্তেজিত হয়। আমি মনে করি গত কয়েক সপ্তাহে আমরা অনেক রেকর্ড গড়েছি। ছেলেরা এখন হতাশ কিন্তু তারা জানে যে তারা সেখানে সবকিছু দিয়ে লড়াই করেছে।'
ইডেনের পিচ নিয়েও মুখ খোলেন ওয়াল্টার। তিনি বলেন, 'প্রথম ১২ ওভার ব্যাটিং করা ছিল খুব চ্যালেঞ্জের। যখন বল আপনার দিকে খুব খাড়া হয়ে আসছে এবং নড়াচড়া হচ্ছে এবং দুইজন ভালো মানের বোলার আছে যারা তখন আপনি বেশ চাপেই থাকবেন। আমাদেরও ঠিক তাই হয়েছে।'