শুভব্রত মুখার্জি:- বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হয়ে গেল চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকেই রান বন্যার সাক্ষী থেকেছে দর্শকরা। দুই দল মিলিয়ে ম্যাচে হয়েছে মোট ৭২৪ রান। যা ওডিআই বিশ্বকাপের নক আউট পর্বে এক ম্যাচে সর্বোচ্চ রানের নজির গড়ে এই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি। সেই ম্যাচের আগে অবশ্য চরম বিতর্ক হয়েছে ম্যাচের ২২ গজ বদল নিয়ে।
প্রথমদিকে ৭ নম্বর পিচে খেলার কথা থাকলেও ভারতের দাবি মেনেই নাকি ৬ নম্বর পিচে খেলা হয়েছিল। আর পিচ বদলের অনুমোদন নাকি বিসিসিআইয়ের তরফে আগে থেকে আইসিসির থেকে নেওয়াও হয়নি। এই বিতর্ক নিয়েই ম্যাচ শেষে প্রশ্ন করা হয়েছিল শুভমন গিলকে। যার উত্তরে শুভমন নাকি জানিয়েছেন এমন কোনও পিচ বিতর্কের কথা তিনি জানতেনই না!
সেমিফাইনালে জেতার পরে এই বিষয়টি নিয়ে গিলকে ম্যাচ শেষে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমি সবেমাত্র এই বিষয়টা জানলাম যে এই ম্যাচের আগে নাকি পিচ নিয়ে সমস্যা হয়েছিল। আপনারাই (সাংবাদিকরা) আমাদেরকে এই কথাটা জানালেন। কি বিতর্ক হয়েছিল? আমাকে একটু বিস্তারিত বলুন তো কি বিতর্ক হয়েছিল? কি কারণে হয়েছিল?'
গিল আরও যোগ করেন, 'আমরা জানতাম সেমিফাইনাল ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন হতে চলেছে। বিশেষ করে ফ্লাডলাইটে খেলাটা আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে। নতুন বল একবার পুরনো হয়ে গেলে বোলারদের পক্ষে বিষয়টা খুব কঠিন। এই সময়ে রান আটকানো খুব কঠিন হয়ে যায়। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল আমরা ঠিক যে যে জায়গায় বল করতে চেয়েছি আমাদের বোলাররা সেই সেই জায়গায় বল করতে সমর্থ হয়েছে। আমরা অপেক্ষা করেছি ওদের ব্যাটাররা কখন ভুল করবে। আর আমাদের ধৈর্য্য ধরে সেই বোলিং আমাদেরকে সহায়তা করেছে। আর আমরা এই কাজটাই গোটা ম্যাচ জুড়ে সঠিকভাবে করে গিয়েছি। যা আমাদেরকে ভালো ফল দিয়েছে। ম্যাচ জিততে আমাদেরকে সহায়তা করেছে।'
ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে শুভমন গিল অপরাজিত থেকেছেন ৮০ রানে। ৭৯ রানে ব্যাট করার সময়ে পায়ে ক্র্যাম্পের কারণে তাঁকে উঠে যেতে হয়। এরপর ম্যাচের শেষ ওভারের আগে আর তিনি নামার সুযোগ পাননি। বিরাট কোহলি ১১৩ বলে করেছেন ১১৭ রান। শ্রেয়স আইয়ার মাত্র ৭০ বলে করেছেন ১০৫ রান।ফলে শুভমন গিল তাঁর শতরান করার আর সুযোগ পাননি। আর ম্যাচ শেষে সেকথা জানিয়েই গিল মেনে নিয়েছেন ওই সময়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে না হলে তিনি ও হয়ত শতরান করতেন।