বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > CWC SL vs SA: বাকি বিশ্বকাপেও এরকমভাবে খেলবেন! ৪৯ বলে ১০০-র বল হুঙ্কার মার্করামের

CWC SL vs SA: বাকি বিশ্বকাপেও এরকমভাবে খেলবেন! ৪৯ বলে ১০০-র বল হুঙ্কার মার্করামের

এইডেন মার্করাম। ছবি-এএনআই (ANI )

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। মাত্র ৪৯ বলে করেন শতরান। তাঁর এই ব্যাটিং বিশ্বকাপের বাকি ম্যাচেও চালিয়ে যেতে চান।

ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দেখা গেল আফ্রিকান ঝড়। শতরান করে গেলেন তিন জন ব্যাটার মার্করাম, দাসেন, ডি'কক। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে তৈরি হল একের পর এক রেকর্ড। এক ইনিংসে তিনটি শতরান বিশ্বকাপে এইবার প্রথম। বিশ্বকাপে সবচেয়ে দ্রুত শতরান করার রেকর্ড গেল এইডেনের ঝুলিতে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি রান। এর সঙ্গে লজ্জার রেকর্ড তৈরি করল শ্রীলঙ্কার বোলার মাথিসা পথিরানা। ৯৫ রান দেন তিনি।

দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত একবারও নিজেদের হাতে বিশ্বকাপ তুলতে পারেনি। এইবার তা পারবে কিনা সেই উত্তর সময়ের কাছে। তবে তাদের বিধ্বংসী ইনিংস যে অন্যান্য দলের কাছে সহজে হাল ছেড়ে না দেওয়ার বার্তা নিয়ে গিয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ‌এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝাঁঝালো আক্রমণ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ওপেনার বাভুমা তাড়াতাড়ি ফিরে গেলেও কুইন্টন ও দাসেন মিলে বড় পার্টনারশিপ তৈরি করেন। দুজনেই শতরান করে যান। এরপরে ব্যাট করতে নামা মার্করাম এসেও চালিয়ে খেলতে থাকেন। তিনি মাত্র ৫৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন। এটাই বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম শতরান।

ম্যাচের সেরাও হন তিনি। ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসা করেন তিনি। মার্করাম বলেন, 'এইরকম পারফর্ম করতে পেরে অসাধারণ লাগছে। তবে আগে জায়গা তৈরি করে দিয়ে যায়, কুইন্টন ও দাসেন। ওদের ওই রকম ব্যাটিংয়ের ফলে খেলার জন্য স্বাধীনতা আমি পেয়েছি। এই ধরনের ব্যাটিং কোনও কোনও দিন হয় আবার কখনও হয় না। দল আমার কাছে কী ধরনের কী আশা করছে তা জানি। অন্য দলগুলির মতো আমরাও একটা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। এই পিচটা সত্যিই খুব ভালো ছিল। ব্যাটে বল আসছিল। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের শুরুটা ভালোমতো করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসার আগে আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি।'

অন্যদিকে আজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে ভারতীয় দল। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা যেমন ধরা পড়েছে, তেমনই এই ম্যাচের দিকে নজর থাকবে সকলের। দুপুর ২টো থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

অজিদের পাশে বসে নয়, এবার বিরাট-শামিদের জন্য গলা ফাটাতে আলাদা ফ্যান জোন ভারতীয়দের সাউথ পয়েন্টই পারে! CBSE দশমে ৯০% টপকাল ৩৫৯ জন, সর্বোচ্চ ৪৯৪, প্রথম দশে কারা? রূপটান শিল্পীর সঙ্গে সহবাস! বাড়ি কিনলেন অহনা-দীপঙ্কর, দেখুন অন্দরমহলের ভিডিয়ো ভারতে এসেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট FLiRT, কী থেকে বুঝবেন এই কোভিডে আক্রান্ত সন্দেশখালিতে রাত পাহারায় মহিলারা, ভিডিয়ো দিয়ে কড়া পোস্ট করলেন অমিত মালব্য গাজায় মৃত্যু রাষ্ট্রসংঘের হয়ে কর্মরত ভারতীয়র, গাড়িতে চালানো হয়েছিল হামলা গুরু শুক্রর বৃষ রাশিতে সংযোগ, ৩ রাশির প্রেম জীবন হবে রোমান্সের রঙে উজ্জ্বল ভালোবাসে আঁকতে, প্রিয় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি, CBSE দশমে ১০০% পেল কলকাতার ছেলে ‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের বালাই নেই অন্তর্বাসের, শার্টের বোতাম খোলা, মন ফাগুনের সৃজলার এ কী রূপ!

Latest IPL News

‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.