আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। এশিয়া কাপে হারের পর থেকে উঠে থাকা সমস্ত নিন্দার কড়া জবাব দিলো শাকিব আল হাসান বাহিনী। শনিবার তারা আফগানিস্তানকে হারায় ৬ উইকেটে। ধরমশালায় আফগানদের কোনও রকম তোয়াক্কাই করেনি তারা। শনিবার প্রথম ম্যাচটি হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। বাংলাদেশ আফগানিস্তানকে ৬ উইকেটে হারায়। শুরুতে ব্যাট করে ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানরা। কোনও আফগান ব্যাটারই অর্ধশতরান করতে পারেনি। জবাবে রান তারা করতে নেমে বাংলাদেশ দ্রুত উইকেট হারালেও মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে ৬ উইকেটে ম্যাচটি পকেটে পুড়ে নেয় শাকিব আল হাসানের দল। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত দুজনেই অর্ধশতরান করেন। ম্যাচের সেরা হন মেহেদি।
জয় দিয়ে শুরু হওয়াতে উচ্ছ্বাস দেখা গেলো বাংলাদেশ শিবিরে এবং এই বিষয়ে নিজের বক্তব্য পেশ করলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার ও ম্যাচের সেরা মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, 'পুরো কৃতিত্বটাই আমি আমার দলের অধিনায়ককে দেব। সে আমায় প্রতি মুহূর্তে সাহায্য করেছে। কোন জায়গায় বল করতে হবে সেই বিষয়ে আমায় লাগাতার পরামর্শ দেয়। এছাড়াও সে আমায় পরামর্শ দেয় ধারাবাহিকতা বজায় রাখার ও পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার।'
এছাড়াও মেহেদি হাসান মিরাজ জানান, 'আমি ওর পরামর্শ অনুযায়ী খেলাটা বল প্রতি নিচ্ছিলাম। রানের দিকে কোনও রকমের মন দিইনি। পিচে বল বেশ ভালো টার্ন করছিল। তবুও আমি সোজা খেলছিলাম। আমি বরাবরই ৮ নম্বরে ব্যাট করতাম কিন্তু এখন টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগটাকে আমি দারুণ উপভোগ করি এবং আমি মনে করি উপরের দিকে ব্যাটিং করাটা সবার কাছে একটা দুর্দান্ত সুযোগ পাওয়ার মতো। আমার মধ্যে বরাবরই ভালো খেলা দেখানোর একটা খিদে ছিলো এবং আছেও। তাই এটাই আমার কাছে একটা বড় ব্যাপার।'
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে শ্রীলঙ্কাকে ১০২ রানে পরাজিত করে। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ৪২৮ রান। শতরান আসে ডিকক, মার্করাম ও দাসেনের ব্যাট থেকে। জবাবে রান তাড়া করতে নেমে ৩২৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অর্ধশতরান করে মেন্ডিস, শানাকা ও আসালঙ্কার ব্যাট থেকে।