শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে তাদের পঞ্চম ম্যাচে ভারত মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। রবিবার ধরমশালাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে চার উইকেটে ম্যাচ জিতেছে ভারতীয় দল। ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন মহম্মদ শামি। তিনি ৫৪ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। রান তাড়ার সময়ে বিরাট কোহলি ৯৫ রানের অনবদ্য একটি ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। এই ম্যাচ জিতে ভারত বিশ্বকাপে তাদের পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে ভারতীয় দল। তাদের পরবর্তী ম্যাচ ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ভারতীয় দল যে ২-৩ দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে তা আগেই জানা গিয়েছিল। সেই খবরেই কার্যত শিলমোহর পড়ল। ধরমশালাতে ম্যাচের পরেও ভারতীয় দল আরো দুদিন থেকে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।
দুটি ম্যাচের মধ্যে সাতদিনের ব্যবধান থাকাতেই ভারতীয় দল ধরমশালাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুদিন তারা ধরমশালাতে পাহাড়ের কোলেই কাটাবেন। তারপর তারা রওনা হবেন লখনউয়ের উদ্দেশ্যে। যেখানে তারা পরের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের।এতদিন পর্যন্ত ম্যাচ শেষ হলেই ভারতীয় দল রওনা হয়ে যাচ্ছিল তাদের পরবর্তী গন্তব্যের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্তা এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
তিনি বলেছেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়ে গেলেও ভারতীয় দল এখনই সফর করবে না। ধরমশালাতে তারা দুদিন থাকবে। এখানে তারা বিশ্রাম নেবে। আর এরপরেই তারা তাদের পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেবে। লখনউতে পরবর্তী ম্যাচের পরিকল্পনা এরপর থেকেই শুরু হবে।'
বিরাট কোহলি ধরমশালাতে ভারতীয় দলের হোটেল থেকেই নিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।যেখানে তাঁকে বেশ রিল্যাক্সড দেখিয়েছে। পুলের পাশে বসে উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। পুল সাইডে বসে থাকা একটি ছবি পোস্ট করেছেন বিরাট। যেখানে খালি গায়ে থাকা 'সান কিসড' বিরাটকে দেখা গিয়েছে টুপি পরে সেল্ফি তুলতে। বিরাটের সেই ছবি মুহূর্তে হয়েছে ভাইরাল।
উল্লেখ্য আইসিসির ইভেন্টে ভারতীয় দল ২০ বছর বাদে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে রবিবার অর্থাৎ ২২ অক্টোবর। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপেও সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে।সেই হারের মধুর প্রতিশোধ ভারতীয় দল নিয়েছে চলতি বিশ্বকাপেই। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল ২৭৩ রান করেছিল। ডারিল মিচেল অনবদ্য ১৩০ রানের ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে রাচিন রবীন্দ্র করেন ৭৫ রান। জবাবে রান তাড়া করতে নামা ভারতের হয়ে রোহিত শর্মা করেন ৪৬ রান। বিরাট কোহলি অল্পের জন্য শতরান হাতছাড়া করে ৯৫ রানে আউট হয়ে যান। ৩৯ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা।